scorecardresearch
 
Advertisement

VIDEO : লোকগানের মধ্যে ভাদুর বিদায়, দেখুন

VIDEO : লোকগানের মধ্যে ভাদুর বিদায়, দেখুন

“কেঁদে কেঁদে চোখের কাজল ধোয়া যায় আজ ভাদুর বিদায়” কাঁকসায় আজ প্রাচীন প্রথা মেনে ভাদুকে নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি ভাদুর দর্শন করিয়ে ভাদুর বিসর্জন হল লোকগানের মধ্য দিয়েই। গোপালপুর পশ্চিম পাড়ায় মাল পাড়ার বাসিন্দারা বহুকাল ধরেই ভাদু পুজো করে আসছেন। এই পুজো উপলক্ষে বেশ কিছু সুন্দর গান বাঁধেন এরা নিজেদের মতো করেই। পুরুষেরা গান ধরেন আর ছোট্ট ছোট্ট মেয়েরা সেজেগুজে নাচে এই লোকগানের সাথে সাথে। করোনা কালেও এই ভাদু পুজো এবং ভাদু গান গ্রামীন বাসিন্দাদের মনে সেইসব পুরানো দিনের স্মৃতি ফিরিয়ে আনে।

Advertisement