scorecardresearch
 

Cryptocurrency Budget 2022 : বাজেটে ক্রিপ্টো নিয়ে বড়সড় ঘোষণা! বসবে Tax-ও?

Cryptocurrency Budget 2022 : সবার চোখ থাকবে Crypto Currency নিয়েও। এই Crypto Currency-র ভবিষ্যত নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ক্রিপ্টোকারেন্সির বিপদ সম্পর্কে বহুবার সতর্ক করেছে। কিন্তু, সরকার এখনও ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।

Advertisement
ক্রিপ্টোকারেন্সি (ফাইল ছবি) ক্রিপ্টোকারেন্সি (ফাইল ছবি)
হাইলাইটস
  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ক্রিপ্টোকারেন্সির বিপদ সম্পর্কে বহুবার সতর্ক করে
  • কিন্তু, সরকার এখনও ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি
  • র পাশাপাশি এই মুদ্রার ব্যাপারে এখন পর্যন্ত কোনও নীতিও ঘোষিত হয়নি

Cryptocurrency Budget 2022 : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী কাল কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এই নিয়ে চতুর্থ বাজেট পেশ করবেন তিনি। আশা করা হচ্ছে যে, এই বাজেটে তিনি সাধারণ মানুষের চাহিদার পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করার পদক্ষেপের প্রস্তাবগুলি ঘোষণা করবেন।

 ভারতীয় কর্পোরেটরা আশা করছেন, সরকার এবার বাজেটে তাঁদের নানা ক্ষেত্রে সুবিধা করে দেবে। আবার করদাতাদের প্রত্যাশা, সরকার এমন পদক্ষেপ নেবে যাতে তাঁদের ব্যয় করার জন্য আরও অর্থ থাকে। সবার চোখ থাকবে Crypto Currency নিয়েও। এই Crypto Currency-র ভবিষ্যত নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। 

আরও পড়ুন : এবার থেকে ৮ হাজার টাকা পাবেন কৃষকরা?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ক্রিপ্টোকারেন্সির বিপদ সম্পর্কে বহুবার সতর্ক করেছে। কিন্তু, সরকার এখনও ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। এর পাশাপাশি এই মুদ্রার ব্যাপারে এখন পর্যন্ত কোনও নীতিও ঘোষিত হয়নি। তবে ওয়েব ৩.০-এর ক্রমবর্ধমান হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে, এই বাজেটে এই বিষয়ে বড় ধরনের কিছু ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন : ব্রিটিশ আমলের এই ৪ আইন এবার বদলে দিতে চলেছে মোদী সরকার

অর্থনৈতিক বিশ্লেষকরা আশা করছেন, এই বাজেটে ক্রিপ্টোকারেন্সি বা টোকেন নিয়ে অনেক ঘোষণা হতে পারে। বিশেষজ্ঞদের অনুমান, এই বাজেটে ক্রিপ্টোকারেন্সির উপর আলাদা করের ব্যবস্থা করা যেতে পারে। যদি সরকার তা করতে পারে তাহলে এই দেশে ক্রিপ্টোর ভবিষ্যতের বিষয়ে সরকারের অবস্থান কার্যত স্পষ্ট হয়ে যাবে। 

Advertisement