মানুষের মধ্যে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে Cryptocurrency-র। কেউ কেউ তো এই ভার্চুায়াল অর্থের মাধ্যমে বিরাট লাভবান হয়েছেন। তেমনই কয়েকজনের বিষয়ে এখানে বলা হবে। কিছু মানুষ খুব সামান্য বেতনের চাকরি করতেন, কিন্তু Cryptocurrency তাঁদের জীবন বদলে দিয়েছে।
শিক্ষকা হলেন কোটিপতি
নিউইয়র্ক সিটির একটি স্কুলের শিক্ষকা ছিলেন Rachel Siegel। তিনি প্রথমে একটি ছোট বাড়িতে থাকতেন। কিন্তু এখন তিনি যে বাড়িতে থাকেন সেখান থেকে সমুদ্র ও সূর্য দুটোই খুব পরিষ্কার দেখা যায়। তিনি প্রায় ১৮০০ টাকা দিয়ে Cryptocurrency-তে বিনিয়োগ শুরু করেন। ওই শিক্ষকা এখন চাকরি ছেড়ে ক্রিপ্টোর ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন।
ক্রিপ্টো বানাল Maserati গাড়ির মালিক
Kane Ellis ২০১১ সালে ১৮ বছরের স্কুল ড্রপআউট ছিলেন। সেই সময় আইটি-তে কাজ করা শুরু করেন তিনি। সেই সময় তিনি Cryptocurrency-র বিষয়ে জানতে। Kane Ellis জানাচ্ছেন, ৬ মাস ক্রিপ্টোর সঙ্গে কাজ করার পর তিনি বুঝতে পারেন, যে এটাই ভবিষ্যত। বর্তমানে তিনি CarSwap নামে একটি সংস্থার মালিক। সেই সংস্থাটি গাড়ি ও বাইক কেনাবেচা করে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে বিলাসবহুল বাড়ি
Terrance Leonard সবচেয়ে প্রথম ২০১৩ সালে ক্রিপ্টোতে বিনিয়োগ করেছিলেন। সেই সময় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ২০১৯ সালে সমস্ত টাকা তুলেও নেন তিনি। তবে পরে এক সহকর্মীর পরামর্শে ফের ২ হাজার ডলার বিনিয়োগ করেন। বর্তমানে ওয়াসিংটনে তাঁর ৪ বেডরুমের বাড়ি রয়েছে।
সেলসের চাকরি থেকে ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার
Lea Thompson প্রথমে ক্রিপ্টো কারেন্সির বিষয়ে নিজের এক বন্ধুর কাছ থেকে শুনেছিলেন। ২০১৭ সালে Blockchain-এর দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথমে তিনি ৩৭ থেকে ৭৫ হাজার পর্যন্ত Bitcoin ও Ethereum কেনেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর ২ লক্ষরও ফলোয়ার্স।
আরও পড়ুন - Shivratri 2022 : ভগবান শিবের গলার সাপ কীসের প্রতীক?