লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক (এলভিবি) ডিবিএস গ্রূপ হোল্ডিংস লিমিটেডের সম্পূর্ণত অধীন ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড (ডিবিআইএল)-এর সঙ্গে সংযুক্ত হল। এই সংযুক্তি হল ব্যাঙ্কিং রেগুলেশন আইন, ১৯৪৯-এর সেকশন ৪৫ অনুসারে ভারত সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ ক্ষমতা বলে। এই সংযুক্তি কার্যকর হয়েছে ২৭ নভেম্বর ২০২০ থেকে।
অনিশ্চয়তার কাল পেরিয়ে এই সংযুক্তি লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের আমানতকারী, গ্রাহক এবং কর্মচারীদের স্থিতিশীলতা এবং উজ্জ্বলতর সম্ভাবনার পথ দেখাল। লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের উপর আরোপিত মোরেটোরিয়াম ২৭ নভেম্বর ২০২০ থেকে তুলে নেওয়া হয় এবং তৎক্ষণাৎ ব্যাঙ্কিং পরিষেবা আবার চালু করা হয়। ব্যাঙ্কের সমস্ত শাখা, ডিজিটাল চ্যানেল এবং এটিএমগুলো যথারীতি কাজ করতে শুরু করে। লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের গ্রাহকরা এখন ব্যাঙ্কের সমস্ত পরিষেবার সুযোগ নিতে পারবেন। পরবর্তী বিজ্ঞপ্তি জারী না হওয়া পর্যন্ত সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ফিক্সড ডিপোজিটগুলোর সুদ ভূতপূর্ব লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের হারেই দেওয়া হবে। লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের সমস্ত কর্মচারী তাঁদের চাকরিতে সেই চাকরির শর্তাবলী অনুযায়ীই বহাল থাকবেন। তাঁরা এখন থেকে ডিবিআইএল-এর কর্মচারী।
করোনা কাজ কেড়েছে? মাত্র ৫,০০০ টাকায় শুরু করুন এই লাভজনক ব্যবসা!
ডিবিএসের টিম লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যাতে আগামী কয়েক মাসের মধ্যে লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের সিস্টেমস ও নেটওয়ার্ক ডিবিএস-এ ইন্টিগ্রেট করে ফেলা যায়। একবার ইন্টিগ্রেশন সম্পূর্ণ হলে গ্রাহকরা প্রোডাক্ট ও পরিষেবার আরো বড় সম্ভার ব্যবহার করতে পারবেন। তখন ডিবিএস ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার সম্পূর্ণ সম্ভারও পাবেন, যা সারা বিশ্বে উচ্চপ্রশংসিত।
ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড (ডিবিআইএল) যথেষ্ট পুঁজিসম্পন্ন ব্যাঙ্ক এবং তার ক্যাপিটাল অ্যাডেকোয়েসি রেশিও (সিএআর) সংযুক্তির পরেও নিয়মানুযায়ী যা থাকা প্রয়োজন তার চেয়ে উপরেই থাকবে। উপরন্তু, ডিবিএস গ্রুপ এই সংযুক্তিতে সাহায্য করার জন্য এবং ভবিষ্যৎ বৃদ্ধির স্বার্থে ডিবিআইএলে ২,৫০০ কোটি টাকা (৪৬৩ মিলিয়ন সিঙ্গাপুর ডলার) বিনিয়োগ করবে। এই টাকা পুরোপুরি ডিবিএস গ্রুপের বর্তমান সম্পদ থেকে জোগানো হবে।
PNB-তে ১ ডিসেম্বর থেকে টাকা তোলায় লাগবে OTP, জেনে নিন নিয়ম
ডিবিএস ১৯৯৪ থেকে ভারতে আছে এবং এই দেশের কাজকর্মকে মার্চ ২০১৯ এ এক সম্পূর্ণত অধীন শাখায় (ডিবিআইএল) পরিণত করেছে। ফোর্বসের তৈরি ২০২০-র বিশ্বের সেরা ব্যাঙ্কগুলোর তালিকায় ডিবিএসকে রাখা হয়েছে। সারা পৃথিবীর ৪০,০০০ গ্রাহককে নিয়ে করা এক সমীক্ষার ভিত্তিতে ডিবিএস ভারতের ২৯টি ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যাঙ্কের মধ্যে #১ নম্বরে রয়েছে। এছাড়াও নিউ ইয়র্কের অগ্রগণ্য অর্থনৈতিক প্রকাশনা গ্লোবাল ফাইন্যান্স ২০০৯ থেকে ২০২০— টানা ১২ বছর ধরে ডিবিএসকে “এশিয়ার সবচেয়ে সুরক্ষিত ব্যাঙ্ক” হওয়ার পুরস্কার দিয়ে আসছে।
ডিবিএস ব্যাঙ্ক লিমিটেডের সিইও সুজিত সোম বললেন, “লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের সংযুক্তির ফলে আমরা ঐ ব্যাঙ্কের আমানতকারী আর কর্মচারীদের স্থিতিশীলতা দিতে পারলাম। এই সংযুক্তির ফলে এই মুহূর্তে আমাদের উপস্থিতি নেই এমন গ্রাহক এবং শহরেও আমরা পৌঁছতে পারব। আমাদের নতুন সহকর্মীদের সঙ্গে মিলে লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের গ্রাহকদের শক্তিশালী ব্যাঙ্কিং জুড়ি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে আমরা আগ্রহী।”