scorecardresearch
 

Multibagger Penny Stock : ১ লক্ষ টাকা বেড়ে ৩৯ লক্ষ! ৪ মাসে এই শেয়ার ৩ টাকা থেকে ১১২ টাকায়

কায়সার কর্পোরেশনের শেয়ার দিকে নজর রাখলে চমকে দেওয়ার মতো বিষয় উঠে আসবে। গত এক সপ্তাহে, এই স্টকটি ৯২.৯৫ টাকা থেকে ১১২.৮৫ টাকায় পৌঁছেছে। অর্থাৎ প্রায় ২১.৫০ শতাংশ বেড়েছে। গত এক মাসে স্টকটি ৪৫ টাকা থেকে বেড়ে ১১২.৮৫ টাকা হয়েছে। অর্থাৎ এই সময়ে কায়সার কর্পোরেশনের প্রায় দেড়শ বৃদ্ধি হয়েছে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • কায়সার কর্পোরেশন দিচ্ছে প্রচুর রিটার্ন
  • ৪ মাসে ভাল লাভ পাচ্ছেন বিনিয়োগকারীরা
  • জেনে নিন বিস্তারিত

ভারতীয় শেয়ারবাজারের জন্য এই বছরটা ভাল যাচ্ছে না। এই বছর দেশীয় বাজার (Share Market) এখন পর্যন্ত ৩.৩০ শতাংশের বেশি পতন হয়েছে। গত এক বছরের কথা বললে দেখা যাচ্ছে বাজারের বৃদ্ধি ১৫ শতাংশের নিচে নেমে গিয়েছে। তবে কিছু মাল্টিব্যাগার স্টক বাজারের গতিবিধিকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে গিয়েছে এবং এই বছর এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিয়েছে। কায়সার কর্পোরেশন (Kaiser Corporation) সেই স্টকগুলির মধ্যে একটি। 

বাজারে পতনের মাঝেই মাল্টিব্য়াগার রিটার্ন 
২০২২ সালের শুরুতে এই মাল্টিব্যাগার স্টকের মূল্য ছিল ৩ টাকারও কম। কিন্তু এখন এর দাম ১১৩ টাকার কাছাকাছি পৌঁছেছে। এই সময়ের মধ্যে, কায়সার কর্পোরেশন স্টক ২.৯২ টাকা থেকে ১১২.৮৫ টাকা পর্যন্ত যাত্রায় ৩,৭৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে। 

কায়সার কর্পোরেশনের শেয়ার দিকে নজর রাখলে চমকে দেওয়ার মতো বিষয় উঠে আসবে। গত এক সপ্তাহে, এই স্টকটি ৯২.৯৫ টাকা থেকে ১১২.৮৫ টাকায় পৌঁছেছে। অর্থাৎ প্রায় ২১.৫০ শতাংশ বেড়েছে। গত এক মাসে স্টকটি ৪৫ টাকা থেকে বেড়ে ১১২.৮৫ টাকা হয়েছে। অর্থাৎ এই সময়ে কায়সার কর্পোরেশনের প্রায় দেড়শ বৃদ্ধি হয়েছে।

মালামাল বিনিয়োগকারীরা
কায়সার কর্পোরেশনের যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে বিনিয়োগকারীদের আয়ের দিকে তাকালে দেখা যাবে, যদি একজন বিনিয়োগকারী এক সপ্তাহ আগে এতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে এখন তিনি ১.২১ লক্ষ টাকা পাবেন। যে বিনিয়োগকারী এক মাস আগে এই স্টকে ১ লক্ষ টাকা রেখেছেন তিনি এখন ২.৫০ লক্ষ টাকা পাবেন৷ অন্যদিকে, একজন বিনিয়োগকারী যদি এই বছরের শুরুতে কায়সার কর্পোরেশনের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে তাঁর বিনিয়োগের মূল্য এখন ৩৮.৬৫ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। 

আরও পড়ুনশতাব্দী এক্সেপ্রেসে হঠাত্‍ ইফতার পার্টি, রেলের সারপ্রাইজে আপ্লুত যাত্রী

Advertisement

 

Advertisement