RIL AGM 2023: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী কারা? আজ অর্থাত্ সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় স্পষ্ট করে দিলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানী (Mukesh Ambani)। ইশা, আকাশ ও অনন্তের হাতেই রিলায়েন্স সাম্রাজ্যের দায়িত্ব কার্যত সঁপে দেওয়ার বার্তা দিয়ে দিলেন সংস্থার বার্ষিক সাধারণ সভায়। রিলায়েন্স বোর্ড থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন মুকেশ পত্নি নীতা আম্বানী (Nita Ambani)।
এদিন ইশা, আকাশ ও অনন্ত আম্বানীকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ডে অন্তর্ভূক্ত করা হল। অর্থাত্ মুকেশ-নীতার সন্তানরা প্রত্যেকেই এবার RIL বোর্ড মেম্বার। সংস্থা জানিয়েছে, ইশা, আকাশ ও অনন্ত, তিনজনেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ডের নন-এগজিকিউটিভ ডিরেক্টর।
গত বছর রিলায়েন্স জি ইনফোকম-এর চেয়ারম্যান পদে আকাশ আম্বানীর নাম ঘোষণা করেছিলেন ৬৬ বছর বয়সী মুকেশ আম্বানী। আকাশের যমজ বোন ইশাকে দেওয়া হয়েছে রিলায়েন্স রিটেল-এর দায়িত্ব। ছোট ছেলে অনন্ত আম্বানীকে দেওয়া হয়েছে এনার্জি বিজনেস।
এদিন রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় একাধিক বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানী। তার মধ্যে অন্যতম হল, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই গোটা দেশে Jio 5G চালু হয়ে যাচ্ছে। রিলায়েন্স জিও-তে কোম্পানি ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের টার্গেট করেছে।
মুকেশ আম্বানী বলেন, 'রিলায়েন্স ফাউন্ডেশনে দুর্দান্ত নেতৃত্বের জন্য নীতা আম্বানীর প্রশংসা করেছে বোর্ড ডিরেক্টররা। প্রান্তিক মানুষদের উন্নয়নের মিশনে বহু বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করছে রিলায়েন্স ফাউন্ডেশন।'
রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে RIL-র সব বোর্ড মিটিংয়ে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে থাকবেন নীতা। ইশা, আকাশ ও অনন্ত আম্বানীও বোর্ড ঘনিষ্ঠ ভাবে যুক্ত থাকবেন। যেহেতু কয়েক বছর ধরে রিটেল, ডিজিটাল ও এনার্জি ব্যবসা তাঁরা সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রিলায়েন্সের বোর্ডে ইশা, আকাশ ও অনন্তের অন্তর্ভূক্তি, তাঁদের নতুন চিন্তাধারা আরও শক্তিশালী করবে ব্যবসাকে।