scorecardresearch
 

September Inflation: বাজার গেলেই পকেট ফাঁকা! পুজো-বৃষ্টিতে সেপ্টেম্বরে বাম্পার মূল্যবৃদ্ধি, নাকাল মধ্যবিত্ত

September Price Rise Inflation: উৎসবের মরসুম। তার আগেই লাগাতার বৃষ্টি। বাজারে গেলেই বুক ধড়ফড় করছে মধ্যবিত্তের। শুধু আপনার বাজারেই নয়। গোটা দেশেই এই অবস্থা। সামান্য অন্নসংস্থান করতে গিয়েই মাইনের টাকা বেরিয়ে যাচ্ছে জনতার এক বড় অংশের। পরিসংখ্যান দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে।

Advertisement
সেপ্টেম্বরে ভয়ানক মূল্যবৃদ্ধি। সেপ্টেম্বরে ভয়ানক মূল্যবৃদ্ধি।
হাইলাইটস
  • ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে খুচরা মূল্যবৃদ্ধির হার ছিল 5.49%।
  • সরকারি তথ্য অনুযায়ী , খাবারদাবারের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
  • কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স (CFPI) বছরে 9.24% মূদ্রাস্ফীতির রেকর্ড করেছে।

September Price Rise Inflation: উৎসবের মরসুম। তার আগেই লাগাতার বৃষ্টি। বাজারে গেলেই বুক ধড়ফড় করছে মধ্যবিত্তের। শুধু আপনার বাজারেই নয়। গোটা দেশেই এই অবস্থা। সামান্য অন্নসংস্থান করতে গিয়েই মাইনের টাকা বেরিয়ে যাচ্ছে জনতার এক বড় অংশের। পরিসংখ্যান দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে খুচরা মূল্যবৃদ্ধির হার ছিল 5.49%। এক লাফে এতটা বৃদ্ধি যে মোটেও সুখকর একটা ব্যাপার নয়, তা বলাই বাহুল্য।

সেপ্টেম্বরটাই মানুষকে নাকাল করেছে। কেন জানেন? কারণ তার আগে, অগাস্টে মূল্যবৃদ্ধির হার 3.65% এবং জুলাইতে 3.54% ছিল।

আরও পড়ুন

এদিকে অক্টোবরেই গ্রামীণ মূল্যবৃদ্ধির হার 5.87% এ দাঁড়িয়েছে। শহরে মূল্যবৃদ্ধি ছিল 5.05%। ফলে কী হারে সব জায়গায় দাম বেড়েছে, তা খুবই স্পষ্ট।

সরকারি তথ্য অনুযায়ী , খাবারদাবারের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স (CFPI) বছরে 9.24% মূদ্রাস্ফীতির রেকর্ড করেছে। গ্রামীণ এলাকায় খাদ্য মূদ্রাস্ফীতি 9.08% ছিল। শহরাঞ্চলে 9.56%।

খাদ্যদ্রব্যের দাম বাড়লে গৃহস্থালীর ব্যয় এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। 

খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও মুদ্রাস্ফীতির হার পাল্টেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বার্ষিক আবাসন মূল্যস্ফীতি 2.78% এ দাঁড়িয়েছে। 2024 সালের অগাস্টে এটি 2.66% ছিল। ফলে ঘরবাড়ির দাম বাড়লেও, আগের চেয়ে যে খুব দ্রুত বাড়ছে, সেটা বলা যায় না। 

সেপ্টেম্বরে অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি ইনডেক্ট ছিল 162.5 । মূল্যস্ফীতি 5.45%। এটি আগের মাসের সূচক ছিল 162.4।

এর মধ্যে একটা পরিসংখ্যানই একটু আশা জোগাচ্ছে। সেপ্টেম্বরে ডাল এবং ডালজাতীয় পণ্য়, মশলা, মাংস ও মাছ এবং চিনি ও মিষ্টির মতো নির্দিষ্ট সেগমেন্টে মূল্যবৃদ্ধি হ্রাস পেয়েছে। তবে বাদবাকি সব দিক থেকেই মূল্যবৃদ্ধির হার যে ভয়ানক, তা বলাই বাহুল্য।

Advertisement

Advertisement