scorecardresearch
 

TCS : লাভের অঙ্ক সামনে আনল দেশের এই কোম্পানি, কর্মরত ৬ লাখ জন!

কোম্পানি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত ত্রৈমাসিকে, কোম্পানির ৯ হাজার ৯২৬ কোটি টাকা লাভ হয়েছে। গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা ছিল ৯,২৪৬ কোটি টাকা।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) সোমবার তাদের মার্চ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল সামনে আনল
  • কোম্পানিটি গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪৩, ৭০৬ কোটি টাকা আয় করেছে
  • এই কোম্পানিতে এখন কাজ করেন ৬ লাখ কর্মী

IT পরিষেবা প্রদানকারী কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) সোমবার তাদের মার্চ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল (TCS Q4) প্রকাশ করেছে৷ তারা জানিয়েছে, ৩১ মার্চ, ২০২২-এ শেষ হওয়া ত্রৈমাসিকে ৭.৩ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি হয়েছে।

কোম্পানি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত ত্রৈমাসিকে, কোম্পানির ৯ হাজার ৯২৬ কোটি টাকা লাভ হয়েছে। গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা ছিল ৯,২৪৬ কোটি টাকা।

আরও পড়ুন : PHOTOS : ঘরে ঢুকে শত্রুকে মারবে এই 'সুইসাইড' ড্রোন

কোম্পানির তরফে জানানো হয়েছে, গত আর্থিক বছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকে অর্জিত মোট রাজস্ব ১৫.৮ শতাংশ বেড়ে ৫০,৫৯১ কোটি টাকা হয়েছে। কোম্পানিটি গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪৩, ৭০৬ কোটি টাকা আয় করেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানির মোট আয় ১৫.৫ শতাংশ বেড়ে ৫১,৫৭২ কোটি টাকা হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে কোম্পানিটির মোট আয় ছিল ৪৪,৬৩৬ কোটি টাকা।

কোম্পানির তরফে শেয়ার হোল্ডারদের জন্য সুখবর দেওয়া হয়েছে। তাদের জন্য ঘোষণা করা হয়েছে ভালোরকম লভ্যাংশ। TCS প্রতি ইক্যুইটি শেয়ার ২২ টাকা হারে দেওয়ার ঘোষণা করেছে। কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভার পর এই লভ্যাংশ দেওয়া হবে।

কর্মচারীর সংখ্যাও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে টিসিএস-এ। তারা জানিয়েছে, মার্চ ত্রৈমাসিকে ৩৫,২০৯ জন কর্মী কোম্পানিতে যোগ দিয়েছেন। কোনও এক ত্রৈমাসিকে কোম্পানিতে যোগদানের এটাই সবচেয়ে বড় সংখ্যা। 

গত অর্থবছরে রেকর্ড ১,০৩,৫৪৬ জন TCS-এ যোগদান করেছেন। এখন কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা ৫,৯২,১৯৫ জন। 


 

Advertisement