scorecardresearch
 

Union Budget 2023 : এবারের বাজেটে বাড়তে পারে ৩৫ জিনিসের দাম, রইল তালিকা

যেসব পণ্যের ওপর সরকার শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে তার তালিকা বিভিন্ন মন্ত্রক থেকে পাওয়া গিয়েছে। এই তালিকা অনুযায়ী সরকার এখন পর্যন্ত ৩৫টি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর একটি কারণ, ভারতে এই সব পণ্য তৈরির প্রচারের জন্য সেগুলির আমদানি ব্যয়বহুল করা হচ্ছে। এর আগে ডিসেম্বরে, বাণিজ্য ও শিল্প মন্ত্রক বেশ কয়েকটি মন্ত্রককে শুল্ক বাড়ানো যেতে পরে এমন অপ্রয়োজনীয় আমদানিকৃত পণ্যের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল। 

Advertisement
Union Budget 2023 Union Budget 2023
হাইলাইটস
  • আগামিকাল কেন্দ্রীয় বাজেট
  • দাম বাড়তে পারে কিছু সামগ্রীর
  • দেখে নিন তালিকা

আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) গড়ার অভিযানকে আরও শক্তিশালী ও ত্বরান্বিত করতে এবারের বাজেটে (Union Budget 2023) কাস্টম ডিউটি বা শুল্ক বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। এই পদক্ষেপটি সরকারের মেক ইন ইন্ডিয়া প্রচারে সাহায্য করবে এবং দেশীয় উৎপাদনকে উৎসাহতি করবে বলে মনে করা হচ্ছে। আমদানি কমাতে এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে সরকার ৩৫টি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাইভেট জেট, হেলিকপ্টার, হাই-এন্ড ইলেকট্রনিক সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, গহনা, হাই-গ্লস পেপার এবং ভিটামিনের মতো আইটেম।

মন্ত্রকগুলির সুপারিশের পর তৈরি তালিকা
যেসব পণ্যের ওপর সরকার শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে তার তালিকা বিভিন্ন মন্ত্রক থেকে পাওয়া গিয়েছে। এই তালিকা অনুযায়ী সরকার এখন পর্যন্ত ৩৫টি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর একটি কারণ, ভারতে এই সব পণ্য তৈরির প্রচারের জন্য সেগুলির আমদানি ব্যয়বহুল করা হচ্ছে। এর আগে ডিসেম্বরে, বাণিজ্য ও শিল্প মন্ত্রক বেশ কয়েকটি মন্ত্রককে শুল্ক বাড়ানো যেতে পরে এমন অপ্রয়োজনীয় আমদানিকৃত পণ্যের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল। 

আমদানি ব্যয়বহুল করে ঘাটতি কমবে!
চলতি হিসাবে ঘাটতির কারণে আমদানি কমানোর চেষ্টা করছে সরকার। গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ঘাটতি ৯ মাসে সর্বোচ্চ ৪.৪ শতাংশে পৌঁছেছিল। ডেলয়েট সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলেছে যে, চলতি হিসাবে ঘাটতি বৃদ্ধির আশঙ্কা রয়েই গিয়েছে। স্থানীয় চাহিদা যেভাবে রপ্তানি বৃদ্ধিকে ছাড়িয়ে গিয়েছে, তাতে অনুমান করা হচ্ছে যে প্রতি মাসে পণ্য বাণিজ্য ঘাটতি হতে পারে ২৫ বিলিয়ন মার্কিন ডলার।  

মেক ইন ইন্ডিয়ার কারণে বাড়বে আমদানি শুল্ক
২০১৪ সালে চালু হওয়া 'মেক ইন ইন্ডিয়া' (Make In India) কর্মসূচিকে আরও মজবুত করার জন্য, সরকার এই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। গত বাজেটেও ইমিটেশন জুয়েলারি, ছাতা ও ইয়ারফোনের মতো অনেক আইটেমের আমদানি শুল্ক বাড়িয়ে দেশীয় উৎপাদনকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছিলেন অর্থমন্ত্রী। এই পরিস্থিতিতে, এবছরও অন্যান্য অনেক পণ্যের আমদানি শুল্ক বাড়িয়ে মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে আরও গতি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

রত্ন ও গহনা সেক্টরে চাহিদা
এই বাজেটে দেশের অভ্যন্তরীণ জুয়েলারি শিল্পকে অনেকটাই স্বস্তি দিতে পারে সরকার। এতে কাঁচামাল আমদানি থেকে শুরু করে, তৈরি পণ্য রপ্তানি পর্যন্ত লাভবান হতে পারে জুয়েলারি শিল্প। জেমস অ্যান্ড জুয়েলারি রপ্তানিকারকদের দাবি বাজেটে ল্যাব ডায়মন্ডের কাঁচামালের ওপর আমদানি শুল্ক তুলে দেওয়া হোক। সেই সঙ্গে জুয়েলারি মেরামতের পলিসি ঘোষণারও দাবি জানানো হয়েছে। বাজেটে 'ডায়মন্ড প্যাকেজ' ঘোষণার অনুরোধও জানিয়েছে শিল্পমহল। 

 

Advertisement