scorecardresearch
 

Calcutta University Assistant Professor Recruitment 2023: অধ্যাপক নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কীভাবে আবেদন-মাইনে কত?

caluniv.ac.in-এ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৩ এপ্রিল সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

Advertisement
অধ্যাপক নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়
হাইলাইটস
  • মোট ৮টি পদে নিয়োগ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়
  • আগ্রহী প্রার্থীরা ১৩ এপ্রিল সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারেন

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) পদে চাকরির সুবর্ণ সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University)। মোট ৮টি পদে নিয়োগ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। caluniv.ac.in-এ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৩ এপ্রিল সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

এই চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়া যাবে। 

মোট শূন্যপদ (Calcutta University Recruitment):

শূন্যপদের বিবরণ: 

  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং -১
  • ফিজিক্স-১
  • ম্যাথ-২
  • কেমিস্ট্রি-১
  • ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-১
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-১
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-১

আরও পড়ুন: Courses After 12th Science: উচ্চমাধ্যমিকে সায়েন্স ছিল, মোটা মাইনের চাকরি পেতে কী কী পড়তে পারেন? রইল লিস্ট

বেতন: ৪০ হাজার টাকা প্রতি মাসে

চাকরির পোস্টিং: কলকাতা

বয়স সীমা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। ওবিসি, এসসি, এসটি ও PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে ক্লিক করে

আবেদন ফি: লাগবে না

নির্বাচন প্রক্রিয়া: ইন্টারভিউ

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা বায়োডাটা, প্রয়োজনীয় স্ব-প্রত্যয়িত নথি-সহ ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারেন। ঠিকানা: 1 st Floor Auditorium, CRNN, Technology Campus, University of Calcutta JD-2 Sector-3 Kolkata-700106 on 13-Apr-2023

গুরুত্বপূর্ণ তারিখ:

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২২ মার্চ
ইন্টারভিউয়ের তারিখ: ১৩ এপ্রিল

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট caluniv.ac.in

অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে ক্লিক করে

Advertisement