scorecardresearch
 

Coast Guard Recruitment 2022 : দ্বাদশ পাশেই চাকরি কোস্ট গার্ডে, বেতন মাসে ৫৬ হাজার টাকা

যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.gov.in দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। শূন্যপদের জন্য প্রার্থীদের অল ইন্ডিয়া মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধা তালিকা প্রস্তুত করার জন্য বেশ কয়েকটি পর্যায়ে নেওয়া হবে পরীক্ষা।

Advertisement
Coast Guard Coast Guard
হাইলাইটস
  • কোস্ট গার্ডে চাকরির সুযোগ
  • আবেদনের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর
  • এখানে রইল লিঙ্ক

কোস্ট গার্ডে (Indian Coast Guard) চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। ভারতীয় কোস্ট গার্ড সহকারী কমান্ড্যান্ট পদে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাইছে। এর মাধ্যমে জেনারেল ডিউটি, কমার্শিয়াল পাইলট লাইসেন্স, টেকনিক্যাল ও ল এন্ট্রি ব্যাচের শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদগুলির গত ১৭ অগাস্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। 

এর জন্য যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.gov.in দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। শূন্যপদের জন্য প্রার্থীদের অল ইন্ডিয়া মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধা তালিকা প্রস্তুত করার জন্য বেশ কয়েকটি পর্যায়ে নেওয়া হবে পরীক্ষা।

শিক্ষামত যোগ্যতা
ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা জেনারেল ডিউটি ​​পোস্টের জন্য আবেদন করতে পারেন। আর কমার্শিয়াল পাইলট লাইসেন্স পদে আবেদনের জন্য প্রার্থীকে পদার্থবিদ্যা এবং গণিত সহ ন্যূনতম ৫০% নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণি পাশ করা থাকতে হবে। এছাড়া টেকনিক্যাল পদের জন্য, সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং আইনে প্রবেশের জন্য ৬০% নম্বর সহ এলএলবি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।

বেতন
এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫৬,১০০ বেতন দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৭১টি শূন্যপদ পূরণ করা হবে। প্রার্থীরা http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_6_2223b.pdf লিঙ্কে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিতে পারেন।

আরও পড়ুননদী শুকোতেই এ কী উঠে এল! তামাম বিশ্ব অবাক


 

Advertisement