২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার (2024 Madhyamik Exam) রেজাল্ট বেরোবার আগেই, পরের বছরের পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরের বছরের মাধ্যমিক পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর লোকসভা ভোটের (Loksabha Election 2024) কারণে এগিয়ে এসেছিল মাধ্যমিক (Madhyamik 2024)। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের মাধ্যমে শেষ হয়েছিল পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী।
২০২৪ মাধ্যমিকের রেজাল্ট জানতে ক্লিক করুন এই লিঙ্কে
এই বছর পরীক্ষায় এগিয়ে এলেও আগামী বছর কিন্তু পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। ফলে এই পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাভাবিক ভাবেই একটা ভয় কাজ করে। এই পরীক্ষায় ভাল ফল করা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীরা ছাড়াও অভিভাবকদের মধ্যেও তাই একটা চিন্তা কাজ করে। তাদের সন্তান যাতে পরীক্ষায় ভালো ফল করে, তার জন্য বছরের শুরু থেকেই চলে পরিশ্রম। সাধারণত পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন পরের বছরের মাধ্যমিকের রুটিন (Madhyamik Exam Routine) প্রকাশ করে পর্ষদ। কিন্তু চলতি বছর ইতিমধ্যেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন সামনে এসেছে। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন, অর্থাৎ এ বছর দশম শ্রেণীতে উঠলেন তারা পরীক্ষার রুটিন ভালো করে দেখে নিন।
আগামী বছরের মাধ্যমিক (Madhyamik Routine 2025) কত তারিখে শুরু হচ্ছে, কবে কোন পরীক্ষা রয়েছে আসুন দেখে নিই পূর্ণাঙ্গ রুটিন। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। কোনদিন কোন পরীক্ষা থাকছে সেটি এক নজরে জেনে নিন।
কোন দিন কোন বিষয়ের পরীক্ষা
বিষয় বা Subject | পরীক্ষার তারিখ | বার |
প্রথম ভাষা (Bengali) | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | শুক্রবার |
দ্বিতীয় ভাষা (English) |
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ | শনিবার |
ইতিহাস (History) | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ | সোমবার |
ভূগোল (Geography) | ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ | মঙ্গলবার |
জীবন বিজ্ঞান (Life science) | ১৯ই ফেব্রুয়ারি, ২০২৫ | বুধবার |
ভৌত বিজ্ঞান (Physical Science) | ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | বৃহস্পতিবার |
গণিত (Mathematics) | ২২ ফেব্রুয়ারি, ২০২৫ | শনিবার |
ঐচ্ছিক বিষয় | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | সোমবার |