scorecardresearch
 

WBBSE Madhyamik 1st Boy: 'ব্রেক লার্নিং মেথড'-এ পড়াশোনা করে মাধ্যমিকে প্রথম, কীভাবে? জানাল ফার্স্টবয় চন্দ্রচূড়

WB Class 10 Results: এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৭০০-এর মধ্যে ৬৯৩ পেয়ে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র সে। বড় হয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রচূড়। কীভাবে পড়ে মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করল সে, তা নিয়েও আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের গাইড করল ফার্স্ট বয়। 

Advertisement
মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন। মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন।
হাইলাইটস
  • মাধ্যমিক পরীক্ষায় ৭০০-এর মধ্যে ৬৯৩ পেয়ে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন।
  • কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র সে।
  • বড় হয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রচূড়।

WB Class 10 Results: এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৭০০-এর মধ্যে ৬৯৩ পেয়ে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত কোচবিহার। বড় হয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রচূড়। কীভাবে পড়ে মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করল সে, তা নিয়েও আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের গাইড করল ফার্স্ট বয়। 

কী জানাল চন্দ্রচূড়? 
জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত চন্দ্রচূড়। এই প্রসঙ্গে কৃতী পড়ুয়া বলল, 'খুবই খুশি। প্রথম হব ভাবিনি। তবে প্রথম ১০-এ থাকব, সেই প্রত্যাশা ছিল।' আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। চন্দ্রচূড় জানাল, 'বিজ্ঞান নিয়ে পড়ব। মেডিক্যালে যাওয়ার ইচ্ছা। ডাক্তার হতে চাই।'

কীভাবে পড়ে মাধ্যমিকে প্রথম?
মাধ্যমিকের প্রস্তুতি কীভাবে নিয়েছিল চন্দ্রচূড়? এই প্রসঙ্গে তার বক্তব্য, 'আমি ব্রেক লার্নিং মেথডে পড়েছি। প্রতি ৪০ মিনিটের পর ৫ মিনিট ব্রেক দিয়েছি। এতেই সাফল্য এসেছে। মুখস্থ করলে চলবে না। বিষয়টা বুঝে পড়তে হবে। টেক্সট বই, সহায়িকা পড়েছি। লিখে লিখে অভ্যাস করতে হবে। জ্ঞানপিপাসা বাড়াতে হবে। স্কুলের শিক্ষকদের পাশাপাশি গৃহশিক্ষকদেরও অবদান রয়েছে। '

আরও পড়ুন

পড়াশোনার বাইরেও আবৃত্তি শিখত চন্দ্রচূড়। এছাড়া গল্প লেখা, তাৎক্ষণিক বক্তৃতায় অংশ নিত সে। তার কথায়, 'এগুলো কখনও অতিরিক্ত মনে হয়নি। যখন ইচ্ছে হত পড়তাম।'

রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে আজতক বাংলায় এভাবে দেখুন মাধ্যমিকের ফলাফল-

এই লিঙ্কে ক্লিক করুন- https://bangla.aajtak.in/board-exam-results/wbbse-west-bengal-board-10th-result

অনলাইনে কীভাবে মাধ্যমিকের ফল দেখবেন?

পৌনে ১০টা থেকে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবে bangla.aajtak.in-এ। ক্লিক করুন এখানে। এছাড়াও রেজাল্ট দেখা যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা www.wbresults.nic.in -এ। এ ছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজ়োল্ট। পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে সকাল ১০টা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে, যাতে দ্রুত ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট এবং শংসাপত্র পৌঁছে যায়।  মাধ্যমিকের রেজাল্ট bangla.aajtak.in-এ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন bangla.aajtak.in-এ। রোলনম্বর দিলেই পেয়ে যাবেন মার্কশিট। এখানে ক্লিক করতে হবে

Advertisement

Advertisement