scorecardresearch
 

NEET PG Result 2022 : NEET PG-র ফল প্রকাশ, এভাবে জানুন রেজাল্ট

এই বছর NEET PG ফলাফল মাত্র দশ দিনের মধ্যে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মান্দাভিয়া টুইট করে সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, "NEET PG-র ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি NEET-PG-তে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি। দশ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য  @NBEMS_INDIA-র প্রশংসা করছি। natboard.edu.in-এ ফলাফল দেখুন"। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • NEET PG পরীক্ষা দিয়েছেন?
  • রেজাল্ট বেড়িয়ে গিয়েছে
  • রইল রেজাল্ট জানার লিঙ্ক

ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (NBE) বুধবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-পিজি (NEET PG) এর ফলাফল প্রকাশ করেছে। যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এ ফলাফল দেখতে পারেন। NEET PG ফলাফল প্রকাশের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া।

এই বছর NEET PG ফলাফল মাত্র দশ দিনের মধ্যে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মান্দাভিয়া টুইট করে সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, "NEET PG-র ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি NEET-PG-তে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি। দশ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য  @NBEMS_INDIA-র প্রশংসা করছি। natboard.edu.in-এ ফলাফল দেখুন"। 

NEET PG Result 2022 : এভাবে দেখুন ফলাফল
NEET PG-এর ফলাফল দেখতে প্রথমে natboard.edu.in ওয়েবসাইটে যান।
সেখানে হোম পেজে NEET PG ফলাফলের লিঙ্ক দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
এবার নিজের রেজিস্ট্রেশান নম্বর লিখতে হবে এবং তারপর সাবমিট করতে হবে।
তারপরেই NEET PG ফলাফল দেখা যাবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্ট আউটও নিয়ে রাখতে পারেন। 

NEET PG পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে, প্রার্থীরা AIIMS, New Delhi এবং অন্যান্য কেন্দ্র সহ কলেজগুলিতে MD, MS এবং PG ডিপ্লোমা কোর্সে, চণ্ডীগড়ের PGIMER, পুদুচেরির JIPMER, বেঙ্গালুরুতে NIMHANS ইত্যাদিতে ভর্তি হতে পারেন৷

আরও পড়ুন৮ সন্তানের মায়ের Video Viral, ফিটনেসের রহস্য জানেন?


 

Advertisement