scorecardresearch
 

Police Recruitment 2021: মাধ্যমিক পাশে ২৫ হাজার চাকরি, এখনই আবেদন করুন

Staff Selection Commission-এর তরফে কনস্টেবল ও রাইফেলমেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দশম শ্রেণী উর্ত্তীর্ণরা এর জন্য আবেদন করতে পারবেন।

Advertisement
চাকরি চাকরি
হাইলাইটস
  • Staff Selection Commission-এর তরফে কনস্টেবল ও রাইফেলমেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে
  • ইতিমধ্য়েই কলকাতায় এসে পৌঁছেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
  • আদালতে ৬ প্রশ্নে অস্বস্তি বেড়েছে রাজ্য়ের।

Staff Selection Commission-এর তরফে কনস্টেবল ও রাইফেলমেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দশম শ্রেণী উর্ত্তীর্ণরা এর জন্য আবেদন করতে পারবেন। ৩১ অগাস্টের মধ্যে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ssc.nic.in- এখানে। 

আবেদন কোথায় করা যাবে? 


ssc.nic.in- এই ওয়েবসাইট বা Umang অ্যাপে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। Staff Selection Commission-এর তরফে জানানো হয়েছে, দেশজুড়ে মোট ৮টি সংস্থায় এই নিয়োগ প্রক্রিয়াটি করা হবে এবং ছেলে-মেয়ে উভয়ের জন্যই শূন্যপদ রাখা হয়েছে। এটি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। পরীক্ষাটির সিলেবাস স্টাফ সিলেকশন কমিশনের বাকি পরীক্ষা গুলির সমতুল্য। 

চাকরির বিস্তারিত তথ্য 

GD কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতা – যে কোনও বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। বেতন – ২১,৭০০-৬৯১০০ টাকা। 

দেশজুড়ে মোট আটটি সরকারি সংস্থায় ২৫২৭১ জন কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে ছেলেদের জন্য ২২৪২৪ টি পদ আছে এবং মেয়েদের জন্য২৮৭৪ টি পদ আছে। 

General / OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।

Advertisement