scorecardresearch
 

Railway Recruitment 2022: লিখিত পরীক্ষা ছাড়াই রেলে চাকরি, দ্বাদশ পাশে আবেদন, রইল লিঙ্ক

Government Jobs, Railway Recruitment: আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীরা ৫ সেপ্টেম্বর থেকে www.rrcwr.com-এ লগ ইন করুন। আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর। কোনও লিখিত পরীক্ষা হবে না। 

Advertisement
রেলে চাকরি। রেলে চাকরি।
হাইলাইটস
  • রেলে চাকরির সুযোগ।
  • লিখিত পরীক্ষা হবে না।

Railway Recruitment 2022, Sarkari Naukri: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ আনল রেল। পশ্চিম রেলওয়ের একাধিক শূন্যপদের জন্য আবেদন চাওয়া হয়েছে। এই পদগুলির জন্য আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীরা ৫ সেপ্টেম্বর থেকে www.rrcwr.com-এ লগ ইন করুন। আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর। কোনও লিখিত পরীক্ষা হবে না। 

রেলওয়ে লেভেল ২, ৩, ৪ এবং ৫ পদের জন্য নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২১টি শূন্যপদে নিয়োগ করবে রেল।  ক্রীড়া সংরক্ষিত শ্রেণি থেকে নিয়োগ করা হবে। লেভেল ৪ এবং ৫-এর শূন্যপদ ৫টি। কুস্তি ফ্রিস্টাইল (পুরুষ) ৬১ কেজি/৬৫ কেজি/৭০ কেজি/৮৬ কেজি/৯২ কেজিতে ১টি শূন্যপদ। শ্যুটিং (এম/ডব্লিউ) এয়ার পিস্তল/স্পোর্টস পিস্তল/ রাইফেল শুটিংয়ের খেলোয়াড়দের জন্য ৩টি শূন্যপদ। রাইফেল শ্যুটিং প্রোনের জন্য ১টি শূন্যপদ রয়েছে। কবাডি-অলরাউন্ডার ১টি এবং হকির ২টি শূন্যপদে নিয়োগ করবে রেল।

লেভেল-২ এবং লেভেল-৩ পদের জন্য ১৬টি শূন্যপদ 

ভারোত্তোলন (পুরুষ)- ৮১ কেজি/৮৯ কেজি/৯৬ কেজি/১০২ কেজি- ২টি শূন্যপদ। 
পাওয়ারলিফটিং (পুরুষ)- ৬৬ কেজি/১০৫ কেজি- ১টি শূন্যপদ।
পাওয়ারলিফটিং (মহিলা)- ৬৩ কেজি/+৮৪ কেজি- ১টি শূন্যপদ।
কুস্তি ফ্রি স্টাইল (পুরুষ)- ৬১ কেজি/৬৫ কেজি/৭০ কেজি/৮৬ কেজি/৯২ কেজি- ১টি শূন্যপদ। 
শুটিং (পুরুষ/মহিলা)- ১টি শূন্যপদ।
কবাডি (পুরুষ)- ১টি শূন্যপদ।
কবাডি (মহিলা) - ২টি শূন্যপদ।
হকি (পুরুষ)- ১টি শূন্যপদ।
জিমন্যাস্টিক (পুরুষ) - ২টি শূন্যপদ।
ক্রিকেট (পুরুষ)- ২টি শূন্যপদ।
ক্রিকেট (মহিলা)-১টি শূন্যপদ।
বল ব্যাডমিন্টন - ১টি শূন্যপদ। 

শিক্ষাগত যোগ্যতা

লেভেল ৪ এবং ৫-এর পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কমপক্ষে স্নাতক হতে হবে। লেভেল ২ এবং ৩-এর পদের জন্য আবেদনকারী প্রার্থীদের দ্বাদশ পাশ হতে হবে। ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য প্রার্থীর ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে ৩০ শব্দ বা হিন্দি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ২৫ শব্দের গতি থাকতে হবে।

Advertisement

বয়স সীমা এবং আবেদন ফি

এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর ধরা হয়েছে। অন্যদিকে আবেদন ফি সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা। SC, ST, মহিলা, অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে।

বেতন

লেভেল-৪ পদের জন্য প্রতি মাসে ২৫৫০০-৮১১০০ টাকা।
লেভেল-৫ পদের জন্য প্রতি মাসে ২৯২০০- ৯২৩০০ টাকা।
লেভেল-২ পদের জন্য প্রতি মাসে ১৯৯০০-৬৩২০০ টাকা।
লেভেল-৩ পদের জন্য প্রতি মাসে ২১৭০০-৬৯১০০ টাকা।

প্রার্থীদের কীভাবে নির্বাচন? 

কোনও লিখিত পরীক্ষা হবে না। ক্রীড়া পরীক্ষায় পারফরম্যান্স, সাফল্য এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

ক্লিক করুন এই লিঙ্কে- https://www.rrc-wr.com/rrwc/Files/195.pdf

আরও পড়়ুন- লাফিয়ে লাফিয়ে বাড়ছে আদানির ৩ শেয়ার, টাকা ঢালবেন নাকি

Advertisement