scorecardresearch
 

RRB Group D Exam 2022 : স্থগিত হতে পারে রেলের Group D পরীক্ষা, দেখে নিন RRB-র নোটিশ

২৩ তারিখ থেকে পরীক্ষা শুরুর কথা rrbcdg.gov.in ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বোর্ড। তবে বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতিতে প্রতি রাজ্যে লাগু বিধিনিষেধ মেনেই অনলাইন পরীক্ষার আয়োজন করা হবে। অর্থাৎ রাজ্যে লকডাউন থাকলে বোর্ড অনলাইন পরীক্ষা স্থগিত করতে পারে। 

Advertisement
পরীক্ষার নোটিশ পরীক্ষার নোটিশ
হাইলাইটস
  • ২৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা
  • স্থগিতও হতে পারে পরীক্ষা
  • নোটিশে রয়েছে বিস্তারিত তথ্য

RRB Group D Exam 2022 Latest Update @rrbcdg.gov.in : রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের গ্রুর ডি-র প্রথম ধাপের অনলাইন পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ১ কোটিরও বেশি পরীক্ষার্থীর জন্য  CBT 1 পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রচুর পরীক্ষার্থী থাকায় কয়েকটি পর্বে পরীক্ষার আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত এর আগেও একবার করোনার জেরে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তারপর এবার ফের পরীক্ষার আয়োজন করা হয়েছে। তবে আবারও সেই করোনার আতঙ্ক তৈরি হয়েছে। 

২৩ তারিখ থেকে পরীক্ষা শুরুর কথা rrbcdg.gov.in ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বোর্ড। তবে বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতিতে প্রতি রাজ্যে লাগু বিধিনিষেধ মেনেই অনলাইন পরীক্ষার আয়োজন করা হবে। অর্থাৎ রাজ্যে লকডাউন থাকলে বোর্ড অনলাইন পরীক্ষা স্থগিত করতে পারে। 

বর্তমানে বেশিরভাগ রাজ্যেই বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ফেব্রুয়ারিতে হতে চলা UPSSSC PET Main-এর মতো পরীক্ষাও করোনার জন্য স্থগিত করা হয়েছে। এক্ষত্রে বোর্ড পরীক্ষার সময় বদল করতে পারে, এমন সম্ভাবনাও উঠে আসছে। 

পরীক্ষা বাতিল বা স্থগিত করার অধিকার বোর্ডের রয়েছে। সেই সংক্রান্ত যে কোনও তথ্য rrbcdg.gov.in ওয়েবসাইটে দেওয়া হবে। তাই পরীক্ষার্থীদের যেকোনও অপডেটের জন্য ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন - সস্তায় 5G স্মার্টফোন খুঁজছেন? Flipkart ও Amazon-এ এই হ্যান্ডসেটগুলি দেখতে পারেন


 

Advertisement