scorecardresearch
 

RRB BIG Update: স্টেজ-২ পরীক্ষার জন্য শহরের ডিটেলস প্রকাশ, এভাবে করুন ডাউনলোড

RRB Stage 2 Examination Latest Update: বোর্ড মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড (RRB MI and Isolated) স্টেজ-২ স্টেনোগ্রাফি, টাইপিং টেস্টের জন্য কোন শহরে পরীক্ষা হবে, তা জানিয়েছে।

Advertisement
পরীক্ষার্থীদর জন্য বড় ঘোষণা পরীক্ষার্থীদর জন্য বড় ঘোষণা
হাইলাইটস
  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিজের সরকারি ওয়েবসাইটে নতুন এক নোটিশ জারি করেছে
  • বোর্ড মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড স্টেজ-২ স্টেনোগ্রাফি, টাইপিং টেস্টের জন্য কোন শহরে পরীক্ষা হবে, তা জানিয়েছে
  • rrbcdg.gov.in ওয়েবসাইটে সেই তথ্য রয়েছে

RRB Stage 2 Examination Latest Update: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) নিজের সরকারি ওয়েবসাইটে নতুন এক নোটিশ জারি করেছে। বোর্ড মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড (RRB MI and Isolated) স্টেজ-২ স্টেনোগ্রাফি, টাইপিং টেস্টের জন্য কোন শহরে পরীক্ষা হবে, তা জানিয়েছে। rrbcdg.gov.in ওয়েবসাইটে সেই তথ্য রয়েছে।

লিঙ্ক থেকে
বোর্ড প্রার্থীদের জানিয়েছে, সেখানে দেওয়া লিঙ্কে লগ ইন করে শর্টলিস্টিং স্ট্যাটাস, স্কোরকার্ড আর প্রশ্নপত্র চেক করা যাবে। আরও একটা আশার কথা রয়েছে। সেটা হল স্টেজ-২ (RRB Stage 2)-এর অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তা ওয়েবসাইট থেকে মিলবে।

আরআরবি স্টেনোগ্রাফি, টাইপিং টেস্ট ইন্টিমেশন স্লিপ এভাবে ডাউনলোড করুন-

  • প্রথম পদক্ষেপ: সরকারি ওয়েবসাইট rrbcdg.gov.in-এ যেতে হবে
  • দ্বিতীয় পদক্ষেপ: স্ক্রিনে দেখতে পাওয়া সবথেকে আগে সিটি ইন্টিমেশন স্লিপ লিঙ্কে ক্লিক করতে হবে
  • তৃতীয় পদক্ষেপ: এবার আপনি নতুন পেজে রিডায়রেক্টেড হয়ে যাবেন। এখানে লগ ইন করতে হবে
  • চতুর্থ পদক্ষেপ: নিজের রোল নম্বর, জন্মের তারিখ, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন
  • পঞ্চম পদক্ষেপ: সিটি ইন্টিমেশন লিঙ্ক চেক করুন আর নিজের কাছে ডাউনলোড করে রেখে দিন। 

পরীক্ষা হওয়ার কথা
এর আগে ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, স্টোনোগ্রাফি স্কিল টেস্ট এবং ট্রান্সলেশন টেস্ট ২৭ অক্টোবর থেকে আয়োজন করার কথা ছিল। এক্জাম সিটি ইন্টিমেশন স্কিপ পরীক্ষা ১০ দিন আগে জানানো হবে। আর পরীক্ষার অ্যাডমিট কার্ড ৪ দিন আগে ডাউনলোড করা যাবে। 

প্রার্থীরা নিজেদের স্টেজ-২ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। স্টেজ-২ করোনা-বিধি মেনে নেওয়া হবে। বোর্ড চাকরিপ্রার্থীদের জানিয়েছে, কোনও আপডেটের জন্য সরকারি ওয়েবসাইটে নজর রাখতে।

স্টেজ-২ সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। 

Advertisement

 

Advertisement