scorecardresearch
 

School Reopen : আজ খুলছে স্কুল, টিকা-মাস্ক মাস্ট, আরও কী কী নিয়ম?

তীব্র গরমে এবছর রীতমতো পুড়েছে বঙ্গ। তার জেরেই গত মে মাসের ২ তারিখ থেকে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। প্রথমে স্কুল খোলার কথা ছিল ১৫ জুন। কিন্তু রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের কথা মাথায় রেখেই আরও ১১দিন স্কুল খোলার বিষয়টি পিছিয়ে দেওয়া হয়। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • গরমের ছুটির পর স্কুল খুলছে
  • মেনে চলতে হবে বেশকিছু নিয়ম
  • নির্দেশিকা শিক্ষা দফতরের

গরমের ছুটি (Summer Vacation) শেষে আজ খুলছে স্কুল (School Reopen)। সপ্তাহের প্রথম কাজের দিনেই খুলে যাচ্ছে বিদ্যালয়গুলি। স্কুল খোলার বিষয়ে সম্মতি দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, স্বাস্থ্য দফতরের সমস্ত গাইডলাইন মেনেই চলবে স্কুলগুলি। গরমের ছুটির পর স্কুলগুলি আজ খুললেও গত শনিবার থেকেই বিদ্যালয়ে যেতে শুরু করেছেন শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। এই মর্মে শিক্ষা দফতর আগেই নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়, ২৫ জুন থেকেই স্কুলে যোগ দিতে হবে শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের।

তীব্র গরমে এবছর রীতমতো পুড়েছে বঙ্গ। তার জেরেই গত মে মাসের ২ তারিখ থেকে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। প্রথমে স্কুল খোলার কথা ছিল ১৫ জুন। কিন্তু রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের কথা মাথায় রেখেই আরও ১১দিন স্কুল খোলার বিষয়টি পিছিয়ে দেওয়া হয়। 

এদিকে গরমের এই 'দীর্ঘ' ছুটি নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। কেউ কেউ তো আদালতের দ্বারস্থও হন। অভিভাবক-অভিভাবিকদের একাংশ করোনায় প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকার পর এত লম্বা গরমের ছুটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও সবকিছুর পর আজই খুলছে স্কুল (School Reopen Date 2022)। তবে এক্ষেত্রে রয়েছে বেশকিছু নিয়মাবলী, যা অবশ্যই মেনে চলতে হবে সবাইকে। যে নিয়মগুলির কথা বলা হয়েছে, সেগুলি হল - 

১. স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারী থেকে ছাত্রছাত্রী, প্রত্যেকেরই কোভিড টিকা আবশ্যিক।
২. স্কুলে প্রবেশের জন্য মাস্ক মাস্ট।
৩. সবাইকে রাখতে হবে স্যানিটাইজার 
৪. এছাড়া স্কুল কর্তৃপক্ষকেও স্যানিটাজারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
৫. খোলার আগে স্যানিটাইজ করতে বলা হয়েছে গোটা স্কুল চত্বর 
৬. পঠনপাঠন থেকে শুরু করে স্কুলের সমস্ত কাজ করতে হবে সামাজিক দূরত্ববিধি মেনে।
৭. অন্যদিকে বর্ষায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ যাতে না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। 
৮. পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে গোটা স্কুল চত্বর। 
৯. মিড-ডে মিলের বিষয়েও সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

এক্ষেত্রে সমস্ত নির্দেশিকা মেনেই পঠনপাঠন পরিচালনা করতে বদ্ধপরিকর স্কুলগুলি। 

আরও পড়ুনউত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, দক্ষিণের এই জেলাগুলিতেও বেশি বর্ষণের সম্ভাবনা

 

Advertisement