বাংলায় ফের স্কুল সার্ভিস কমিশনে (SSC) নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের জানান, ৫,২৬১টি এসএসসি পদ বাড়ানো হয়েছে। শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে।'
এই ৫,২৬১টি এসএসসি পদের মধ্যে শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদে নিয়োগ করা হবে। এবার শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য অতিরিক্ত ১৬০০ নতুন পদে নিয়োগ করা হবে। কর্মশিক্ষার জন্য অতিরিক্ত ৭৫০টি পদ তৈরি করা হয়েছে। এসএসসি-র সুপারিস মেনেই এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। এই SSC নিয়োগের সঙ্গে সরকারের সরাসরি কোনও সম্পর্ক নেই।
দীর্ঘ ৬ বছর পর নবম-দশম শ্রেণির স্তরে ও একাদশ-দ্বাদশ শ্রেণি স্তরে শিক্ষক নিয়োগ হতে চলেছে। দ্রুতই প্রকাশিত হবে নিয়োগ-বিজ্ঞপ্তি, জানাল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। বর্তমানে রাজ্যে নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করা হল।
আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি SSC-র
শিক্ষা দপ্তর সূত্রে খবর, জুন মাস থেকেই রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, দ্রুত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হবে। শীঘ্রই প্রকাশ করা হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি। মোট শূন্য পদ, পরীক্ষার দিনক্ষণ সহ যাবতীয় তথ্য জানানো হবে ওই বিজ্ঞপ্তিতে। এবার নিয়োগ করা হবে প্রধান শিক্ষক পদেও।
প্রসঙ্গত, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল। তার পরে এই প্যানেল ২০২০-র ডিসেম্বর পর্যন্ত বৈধ ছিল। কিছু পরীক্ষার্থীর দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি। এই নিয়ে দীর্ঘ আন্দোলনও চলছে। রাজ্যে শিক্ষক নিয়োগ ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। ওই প্যানেলে যত জনের চাকরি পাওয়ার কথা ছিল, তার সঙ্গে আরও ৫২৬১ পদ এবার বাড়ানো হল।