West Bengal SSC Recruitment 2022 : প্রায় ৬ বছর পরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। বিজ্ঞপ্তি দিয়ে এদিন এমনটাই জানাল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। এক বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের পাশাপাশি প্রধান শিক্ষক পদেও হবে এই নিয়োগ। এসএসসি-র নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। তার মধ্যে এই নোটিশ জারি করা হয়েছে। তবে কবে থেকে নিয়োগ এবং নিয়োগ সংক্রান্ত বাকি তথ্য এখনও দেওয়া হয়নি। আগামী নোটিশে আপাতত জানানো হয়েছে। পরে তারিখ, আবেদন ফি, শূন্যপদ সংক্রান্ত যাবতীয় বিবরণ দিয়ে দেওয়া হবে।
SSC মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। প্রসঙ্গত কয়েকদিন আগে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় সাড়ে ১১ হাজার পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মোট ১১,৫২১ পদে লোক নেওয়া হবে। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। চিকিৎসক, নার্স, ল্যাব কর্মী,করণিক, সাফাইকর্মী-সহ একাধিক পদে হবে এই নিয়োগ। বেতন মিলবে জাতীয় স্বাস্থ্য কমিশনের নিয়ম অনুযায়ী। যদিও কয়েকদিন আগেই নবান্নের তরফে বলা হয়েছিল স্বাস্থ্য মোট ১২ হাজার কর্মী নিয়োগ হবে। সেই মতো নির্দেশিকা জারি করা হয়েছে। প্রার্থীরা তাঁর নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে আবেদন করতে পারেন। যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত করা হবে। তবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে।
বিস্তারিত কিছু জানানো হয়নি
SSC-র এই নিয়োগের বিষয়ে এখনও বিস্তারিত ভাবে কিছু জানায়নি স্কুল সার্ভিস কমিশন। এর পাশাপাশি সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়োগের কথাও জানানো হয়েছে। এসএসসি ঘিরে চাকরিপ্রার্থীদের অভিযোগ বহুদিনের। প্রায় ৬ বছর নতুন করে কোনও নিয়োগ হয়নি। এমনকী হাইকোর্টে এই নিয়ে মামলাও চলছে। এখন নোটিশে পুরো বিবরণে অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা।