scorecardresearch
 

Rajasthan Teacher Recruitment 2022 : প্রাথমিক-উচ্চ প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগ, রইল জরুরি তথ্য

১০ জানুয়ারি ২০২২ থেকে শুরু হবে আবেদন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ৯ ফেব্রুয়ারি ২০২২-এর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট recruitment.rajasthan.gov.in-এর মাধ্য়মে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক স্তরে ১৫,৫০০ এবং উচ্চ প্রাথমিক স্তরে ১৬,৫০০ শূন্যপদ রয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাজস্থানে প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগ
  • ১০ জানুয়ারি শুরু আবেদন
  • আবেদনের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি

Rajasthan Teacher Recruitment, Sarkari Naukri 2022 : আপনি কি শিক্ষক হতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। রাজস্থানের প্রাথমিক শিক্ষা বিভাগের তরফে প্রাথমিক শিক্ষক ও উচ্চ প্রাথমিক শিক্ষকের জন্য প্রায় ৩২,০০০ শূন্যপদের ঘোষণা করা হয়েছে। টিএসপি এবং নন-টিএসপি এলাকার অধীনে রাজস্থানের সরকারি স্কুলগুলিতে প্রায় ৩২,০০০ শূন্যপদ পূরণ করা হবে।

১০ জানুয়ারি ২০২২ থেকে শুরু হবে আবেদন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ৯ ফেব্রুয়ারি ২০২২-এর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট recruitment.rajasthan.gov.in-এর মাধ্য়মে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক স্তরে ১৫,৫০০ এবং উচ্চ প্রাথমিক স্তরে ১৬,৫০০ শূন্যপদ রয়েছে। 

এই পদগুলিতে আবেদনের জন্য, সাধারণ বিভাগ, ক্রিমিলেয়ার শ্রেণি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, অতি অনগ্রসর শ্রেণি এবং অন্যান্য রাজ্যের প্রার্থীদের ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। তবে রাজস্থানের নন ক্রিমিলেয়ার প্রার্থী (অনগ্রসর শ্রেণি ও অতি অনগ্রসর শ্রেণি) এবং আর্থিক দিক থেকে দুর্বল প্রার্থীদের ফি হিসেবে দিতে হবে ৭০ টাকা। আর রাজস্থানের এসসি, এসটি এবং সাহারিয়া বিভাগের প্রার্থীদের ৬০ টাকা আবেদন ফি দিতে হবে।

প্রাথমিকস্তর I শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ এবং ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্ট্রি এডুকেশান বা স্পেশাল এডুকেশান ও অন্যান্য যোগ্যতা থাকতে হবে। উচ্চ প্রাথমিকস্তর II শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক এবং প্রাথমিক শিক্ষা বা বিশেষ শিক্ষার ২ বছরের ডিপ্লোমা ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। 

 

Advertisement