scorecardresearch
 

UGC NET Admit Card 2021: আজই জারি হতে পারে UGC NET অ্যাডমিট কার্ড, এখানে ডাউনলোড করুন

পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর। তাই ঠিক ১০ দিন আগে, অর্থাৎ আজ অ্যাডমিট কার্ড জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাডমিট কার্ড ডাউনলোট করার লিঙ্ক ওয়েবসাইটেই পাওয়া যাবে। পরীক্ষার্থীদের ওই লিঙ্কে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশান নম্বর ও জন্মের তারিখ দিয়ে লগ ইন করতে হবে।

Advertisement
আজই জারি হতে পারে অ্যাডমিট আজই জারি হতে পারে অ্যাডমিট
হাইলাইটস
  • অফিসিয়াল ওয়েবসাইটে জারি হতে পারে অ্যাডমিট
  • উল্লেখ থাকবে পরীক্ষার দিনক্ষণ
  • অ্যাডমিটের প্রিন্টআউট বের করতে হবে পরীক্ষার্থীদের

UGC NET 2021 Admit Card: ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা NET 2021-এর অ্যাডমিট কার্ড আজ বুধবার জারি করতে পারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC। ugcnet.nta.nic.in ওয়েবসাইটে জারি করা হবে অ্যাডমিট কার্ড। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত হবে UGC NET 2021-র পরীক্ষা। করোনাজনিত পরিস্থিতির জেরে ২০২০ সালের ডিসেম্বর মাসের পরীক্ষা ও ২০২১ সালের জুন মাসের পরীক্ষায় বিলম্ব হয়। তাই সেই দুটি পরীক্ষা একসঙ্গে এই মাসে আয়োজন করা হচ্ছে। 

পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর। তাই ঠিক ১০ দিন আগে, অর্থাৎ আজ অ্যাডমিট কার্ড জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাডমিট কার্ড ডাউনলোট করার লিঙ্ক ওয়েবসাইটেই পাওয়া যাবে। পরীক্ষার্থীদের ওই লিঙ্কে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশান নম্বর ও জন্মের তারিখ দিয়ে লগ ইন করতে হবে। এরপরেই স্ক্রিনে ফুটে উঠবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডের প্রিন্টআউট বের করতে হবে পরীক্ষার্থীদের। 

অ্যাডমিট কার্ড জারি করা হলে ugcnet.nta.nic.in ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এক্ষেত্রে পরীক্ষার্থীদের মনে রাখতে হবে অ্যাডমিট কার্ডের প্রিন্টআউট ছাড়া তাঁরা পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে পারবেন না। অ্যাডমিট কার্ডে পরীক্ষার দিন, সময় এবং কেন্দ্র উল্লেখ করা থাকবে। পরীক্ষা হবে অনলাইনে এবং তাতে থাকবে না কোনও নেগেটিভ মার্কিং। আরও বিশদে জানতে ওয়েবসাইটে নজর রাখতে পারেন পরীক্ষার্থীরা।

 

Advertisement