scorecardresearch
 

UPSC Recruitment 2022 : UPSC-তে প্রচুর চাকরি, জানুন বেতন কাঠামো-সহ সমস্ত খুঁটিনাটি

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ইউপিএসসি-র (UPSC) সরকারি ওয়েবসাইট upsc.gov.in বা upsconline.nic.in-এ অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২২। তবে ২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্টআউট নিতে পারবেন। এই প্রক্রিয়ায় লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট-সহ মোট ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরির সুযোগ
  • নিয়োগ ইউপিএসসি-তে
  • জেনে নিন সমস্ত তথ্য

সরকারি চাকরির জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। লেকচারার-সহ বেশকয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইউপিএসসি (Union Public Service Commission)। সফল প্রার্থীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। 

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ইউপিএসসি-র (UPSC) সরকারি ওয়েবসাইট upsc.gov.in বা upsconline.nic.in-এ অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২২। তবে ২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্টআউট নিতে পারবেন। এই প্রক্রিয়ায় লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট-সহ মোট ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

শূন্যপদের বিবরণ (UPSC Recruitment 2022)
সিনিয়র এগ্রিকালচার ইঞ্জিনিয়র - শূন্যপদ ৭
এগ্রিকালচার ইঞ্জিনিয়র - শূন্যপদ ১
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর - শূন্যপদ ১৩
অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট - শূন্যপদ ১ 
অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজিস্ট - শূন্যপদ ৭০
জুনিয়র টাইম স্কেল - শূন্যপদ ২৯
অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট - শূন্যপদ ৬ 
অ্যাসিস্ট্যান্ট জিয়োলজিস্ট - শূন্যপদ ৯
অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট - শূন্যপদ ১৪ 
লেকচারার - শূন্যপদ ৯
মোট শূন্যপদ -১৬০

কারা আবেদন করতে পারবেন? (UPSC Recruitment 2022)
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যাতা থাকতে হবে। কোন পদের জন্য কী কী যোগ্যতা লাগবে তা জানতে প্রার্থীদের ইউপিএসসি-র বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। 

আবেদন শুল্ক (UPSC Recruitment 2022)
আবেদনকারীদের ২৫ টাকা ফি দিতে হবে। এক্ষেত্রে নগদে বা এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিংবা ভিসা / মাস্টার ক্রেডিট / ডেবিট কার্ডের সাহায্যে দেওয়া যাবে ফি। তবে এসসি, এসটি, পিডব্লুবিটি এবং মহিলা প্রার্থীদের কোনওরকম আবেদন শুল্ক দিতে হবে ন। 

এভাবে করুন আবেদন (UPSC Recruitment 2022)
upsconline.nic.in ওয়েবসাইট থেকে আেদন করতে পারেন যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা। অন্যকোনওভাবে আবেদন গৃহিত হবে না। তা সরাসরি খারিজ করা হবে বলে জানা যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে। 

Advertisement

আরও পড়ুন - প্রায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস

 

Advertisement