Madhyamik Results WBBSE: প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথমে রয়েছে কালিম্পং, দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পরীক্ষার ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল।
রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে আজতক বাংলায় এভাবে দেখুন মাধ্যমিকের ফলাফল-
এই লিঙ্কে ক্লিক করুন- https://bangla.aajtak.in/board-exam-results/wbbse-west-bengal-board-10th-result
অনলাইনে কীভাবে মাধ্যমিকের ফল দেখবেন?
পৌনে ১০টা থেকে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবেন bangla.aajtak.in-এ। ক্লিক করুন এখানে। এছাড়াও রেজাল্ট দেখা যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা www.wbresults.nic.in -এ। এ ছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজ়োল্ট। পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে সকাল ১০টা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে, যাতে দ্রুত ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট এবং শংসাপত্র পৌঁছে যায়। মাধ্যমিকের রেজাল্ট bangla.aajtak.in-এ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন bangla.aajtak.in-এ। রোলনম্বর দিলেই পেয়ে যাবেন মার্কশিট। এখানে ক্লিক করতে হবে।
মাধ্যমিকের মেধাতালিকায় এবার প্রথম ১০-এ রয়েছে ৫৭ জন। মেধাতালিকায় কলকাতা থেকে রয়েছে মাত্র এক পড়ুয়া। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের পড়ুয়া চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের পড়ুয়া সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২।