WBCHSE 12th Result 2024: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ বুধবার, ৮ মে। বেলা ১টায় ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ৩টে থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের মার্কশিট দেওয়া হবে ১০ মে থেকে। কীভাবে, কোন সাইটে উচ্চ মাধ্যমিকের ফল দেখবেন? রইল লিঙ্ক।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল দেখতে পরীক্ষার্থীদের wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে। এছাড়া, bangla.aajtak.in-এর পেজেও সরাসরি ফল দেখা যাবে বেলা ৩টে থেকে। নিজের রোল নম্বর ও জন্মতারিখ দিয়েই ফল দেখতে পারবেন। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। এ বছর পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে।
কীভাবে উচ্চ মাধ্যমিকের ফল দেখবেন?
- প্রথমে wbchse.wb.gov.in এবং https://wbresults.nic.in/ অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর West Bengal HS Result 2024 লিঙ্কে ক্লিক করুন।
- এবার রোল নম্বর ও বিস্তারিত তথ্য দিন।
- তারপর Submit-বাটনে ক্লিক করুন।
- এরপর কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা বিস্তারিতভাবে দেখতে পারবেন। এটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখুন।
bangla.aajtak.in-এ কীভাবে দেখা যাবে রেজাল্ট?
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও দেখা যাবে bangla.aajtak.in-এ।
- এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই রোল নম্বর ও জন্মতারিখ পূরণ করতে হবে।
- তারপর Submit বাটনে ক্লিক করুন। উচ্চ মাধ্যমিকের মার্কশিট চলে আসবে। দেখা যাবে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন।
- নীচে ডাউনলোড ও প্রিন্ট অপশন থাকবে। সেখান থেকেই মার্কশিট প্রিন্ট করে নিতে পারেন।