scorecardresearch
 
Advertisement

Neena Gupta Wins Ramanujan Prize 2021: রাজ্যের মাথা উঁচু করলেন কলকাতার মেয়ে নীনা, পেলেন রামানুজন পুরস্কার- ২০২১

Neena Gupta Wins Ramanujan Prize 2021: রাজ্যের মাথা উঁচু করলেন কলকাতার মেয়ে নীনা, পেলেন রামানুজন পুরস্কার- ২০২১

রামানুজন পুরস্কার ২০২১-এ ভূষিত হলেন কলকাতার গণিতজ্ঞ নীনা গুপ্তা। বর্তমানে তিনি বরানগর 'ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট' (ISI) এর অধ্যাপক পদে নিযুক্ত রয়েছেন। তিনি চতুর্থ ভারতীয় যিনি রামানুজন পুরস্কার পেলেন। "অ্যাফাইন অ্যালজেব্রিক জিওমেট্রি" এবং "কমিউটেটিভ অ্যালজেব্রা"য় দৃষ্টান্তমূলক কাজের জন্যই তার এই স্বীকৃতি। পারিবারিক সূত্রে তিনি রাজস্থানে হলেও তাঁর জন্ম, বেড়ে ওঠা সবই কলকাতা শহরে। প্রথমে ডানলপের খালসা মডেল স্কুল, তারপর বেথুন কলেজ, এবং সর্বোপরি স্নাতকোত্তর পড়াশোনা করেছেন ISI তেই। এবং পরে এখান থেকেই পিএইচডি করেন তিনি।

Mathematician Neena Gupta Wins Ramanujan Prize 2021

Advertisement