scorecardresearch
 
Advertisement

TET Certificate: টেট-এ একবার পাশ করলে কতদিনের মধ্যে চাকরি পাওয়া যাবে?

TET Certificate: টেট-এ একবার পাশ করলে কতদিনের মধ্যে চাকরি পাওয়া যাবে?

টেট উত্তীর্ণ হওয়ার কতদিন পর্যন্ত সেই সার্টিফিকেটের মেয়াদ থাকবে? এই নিয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের তরফে জানানো হয়েছে, টেট উত্তীর্ণ হলেই সেই সার্টিফিকেট-এর মেয়াদ থাকবে সারা জীবন। অর্থাৎ সেই পাশের সার্টিফিকেট পাওয়ার পর পরবর্তী ধাপগুলেোতে উত্তীর্ণ হলেই চাকরি মিলবে। পর্ষদ সূত্রে খবর, এতদিন পর্যন্ত এমন কোনও নির্দেশিকা ছিল না। তবে ২০২২ সালে যে নিয়োগ হবে তা এই নিয়ম মেনেই হবে।

how to pass primary tet exam, know all details here

Advertisement