scorecardresearch
 

Abhishek Banerjee on Sandeshkhali:সন্দেশখালি নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের, পাল্টা শুভেন্দুর

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা) নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলায় এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে, ভাবতে পারিনি। বাংলাকে ছোট করার ঘৃণ্য রাজনীতি।'

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী।
হাইলাইটস
  • সন্দেশখালি নিয়ে ফের সরব রাজ্য রাজনীতি।
  • একটি ভিডিয়ো দেখিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের।
  • অভিষেক বলেছেন, 'এটা পূর্বপরিকল্পিত চক্রান্ত।'

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in) দেখিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলায় এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে, ভাবতে পারিনি। বাংলাকে ছোট করার ঘৃণ্য রাজনীতি।' সন্দেশখালির প্রতিবাদী এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়েও গুরুতর অভিযোগ করেছেন অভিষেক।বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য দাবি করেছেন, সন্দেশখালি নিয়ে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তার সিবিআই তদন্ত হোক। 

ঠিক কী বলেছেন অভিষেক?

বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, 'বাংলাকে ছোট করার ঘৃণ্য চক্রান্ত, নির্লজ্জ প্রচেষ্টা। বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি। এমনি এমনি বলিনি। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা বিজেপির।' সাংবাদিক বৈঠকের শুরুতে ওই ভিডিয়োটি দেখান অভিষেক।

আরও পড়ুন

শুভেন্দুর পাল্টা

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'এই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাকের পরিকল্পিত। যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন'।   
 

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

শনিবার নদিয়ায় নির্বাচনী সভায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস। অনেক দিন ধরে বলেছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব।'  রানাঘাটের সভায় মমতা বলেন, ' ক'দিন ধরে খুব সন্দেশখালির সন্দেশ দেখাচ্ছিল। সব বেরিয়ে গিয়েছে। কলসি ফুটো হয়ে গিয়েছে। কীভাবে প্ল্যান করেছিল বিজেপি!'


গত ৫ জানুয়ারি সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তেতে ওঠে উত্তর ২৪ পরগনার ওই এলাকা। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান-ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে উত্তম, বিজেপি নেতা বিকাশ সিংহকে। পরে জামিন পান বিকাশ। গ্রেফতার করা হয়েছে শিবপ্রসাদকেও। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা অজিত মাইতিকেও। ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার করা হয় শাহজাহানকে। বর্তমানে তিনি জেলবন্দি।

Advertisement

তৃতীয় দফার লোকসভা ভোটের আগে বাংলায় প্রচারে এসে এই প্রথম বার শেখ শাহজাহানের নাম নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বর্ধমানের সভায় ফের সন্দেশখালির প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। বলন, 'সন্দেশখালির অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। অভিযুক্তের নাম শেখ শাহজাহান বলে?' মোদী এ-ও বলেছেন, 'সন্দেশখালিতে মা-বোনেদের সঙ্গে জঘন্য অপরাধ হয়েছে। সারা দেশ দেখেছে।' এর আগেও বাংলায় নির্বাচনী সভায় সন্দেশখালি প্রসঙ্গে সরব হয়েছিলেন মোদী। আরামবাগ, কৃষ্ণনগরের পর বারাসতের সভাতেও সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, 'মা-বোনেদের অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে।'

Advertisement