মঙ্গলবার রায়গঞ্জের করণদিঘিতে জনসভা করলেন অমিত শাহ। আর তাতেই SSC-র শিক্ষকদের চাকরি বাতিলের প্রসঙ্গ উঠে এল তাঁর ভাষণে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, 'গতকালই ২৫ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। কেন করেছে? ১০ লাখ, ১৫ লাখ টাকা করে চাকরির জন্য ঘুষ নিত। মা-বোনেরা, আপনাদের কাছে, আপনাদের ভাই-ছেলেদের চাকরি জোটানোর জন্য ১৫ লাখ টাকা আছে? নেই তো? তাহলে ওঁরা চাকরি পাবেন কীভাবে?'
এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে সরাসরি আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, 'ওঁদের এক মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা নগদ বেরিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় আজ জেলে বসে আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ওঁকে সাসপেন্ড করেননি।'
এরপরেই অমিত শাহ বলেন, 'আমি জানতে চাই, এই কাটমানি, এই চাকরি, খনিতে দুর্নীতি বাংলায় আটকানো উচিত কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পারবেন? এটা শুধুমাত্র নরেন্দ্র মোদী সরকারই বন্ধ করতে পারবেন।'
লোকসভা ভোটে হিংসা নিয়েও মুখ খোলেন অমিত শাহ। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটে ২০০ জনের মৃত্যু হয়। লোকসভা ভোটের পরেও খুন হয়। দেশজুড়ে নির্বাচন, কোথাও হিংসা হয় না। বাংলায় হিংসা হয়, এর কারণ তৃণমূল কংগ্রেস।'
এদিন CAA-এর পক্ষে আরও একবার সওয়াল করেন অমিত শাহ। তিনি বলেন, 'বাংলাদেশ থেকে যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখরা এসেছেন, তাঁদের নাগরিত্ব পাওয়া উচিত কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন। আমি তাঁকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ শরণার্থীরা নাগরিকত্ব পেলে আপনার সমস্যা কীসের? একদিকে আপনি অনুপ্রবেশকারীদের প্রবেশ করাচ্ছেন। অন্যদিকে শরণার্থীদের নাগরিকত্বের বিরোধীতা করছেন।'