BJP Lok Sabha Election 2024 Manifesto: লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। রবিবার সেই ম্যানিফেস্টো তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে গরিবদের জন্য বাড়ি, গ্যাস থেকে শুরু করে ইউনিফর্ম সিভিল কোড, মহিলাদের কর্মসংস্থানের মতো একাধিক প্রতিশ্রুতি ছিল। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, লোকসভা ভোট ২০২৪-এর জন্য বিজেপির ইস্তেহার।
১. গরিবদের জন্য আরও ৩ কোটি বাড়ি
বিজেপির ইস্তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'একদিকে আমরা পরিকাঠামো তৈরির মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিচ্ছি। অন্যদিকে, আমরা স্টার্টআপ এবং গ্লোবাল সেন্টারের প্রচারের মাধ্যমে উচ্চ-মূল্যের পরিষেবায় ফোকাস করছি। বিজেপি সরকার গরিবদের জন্য ৪ কোটি স্থায়ী বাড়ি তৈরি করেছে। এবার আরও ৩ কোটি বাড়ি তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।'
২. পাইপলাইনের মাধ্যমে সস্তায় রান্নার গ্যাস দেওয়া হবে
প্রধানমন্ত্রী বলেন, 'এখনও পর্যন্ত আমরা বাড়ি-বাড়ি সস্তায় সিলিন্ডার পৌঁছে দিয়েছি। এবার আমরা প্রতিটি বাড়িতে সস্তায় পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগোব।'
৩. ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে
বিজেপির ইস্তেহার প্রকাশ করে, প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে। ৭০ বছরের ঊর্ধ্বে প্রত্যেক বয়স্ক ব্যক্তি, দরিদ্র, মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত, ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। আয়ুষ্মানের আওতায় আসবেন ট্রান্সজেন্ডাররাও।'
৪. আগামী ৫ বছর নারী শক্তিকে কাজে লাগানোয় অগ্রাধিকার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের রেজোলিউশন লেটার হল তরুণ ভারতের যুবসমাজের উচ্চাকাঙ্খার প্রতিফলন। গত দশ বছরে ভারতের প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। এটি ভারতীয় জনতা পার্টির কাজের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ। মহিলাদের মাধ্যমে উন্নয়নের নিরিখে ভারত গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। গত ১০ বছর মহিলাদের মর্যাদা এবং নারীশক্তির উন্নতির জন্য নতুন নতুন সুযোগ গড়ে তোলা হয়েছে। আগামী ৫ বছর তাঁদের অংশগ্রহণে দেওয়া হবে অগ্রাধিকার।' লাখপতি দিদির লক্ষ্য নিয়ে এগোনোরও প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী।
৫. দেশে আরও তিনটি বুলেট ট্রেন করিডর তৈরি করা হবে
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'বিজেপি দেশের প্রতিটি কোণে বন্দে ভারত ট্রেনের সম্প্রসারণ করবে। বন্দে ভারত-এর তিনটি মডেল চলবে- বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ারকার এবং বন্দে ভারত মেট্রো। দেশের পশ্চিমাঞ্চলে বুলেট ট্রেনের কাজ (আহমেদাবাদ- মুম্বই হাই স্পিড রেল করিডোর) দ্রুত গতিতে চলছে এবং প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, একইভাবে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে একটি করে বুলেট ট্রেন করিডোর তৈরি করা হবে। এর জন্য সমীক্ষার কাজও খুব শীঘ্রই শুরু হবে।'
৬. মুদ্রা যোজনার অধীনে ২০ লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'গত কয়েক বছরে মুদ্রা যোজনা কোটি-কোটি মানুষকে নিজের ব্যবসা দাঁড় করাতে সাহায্য় করেছে। এই সাফল্য দেখে বিজেপি আরও একটি 'রেজোলিউশন' নিয়েছে। এতদিন এই প্রকল্পের অধীনে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছিল। এবার বিজেপি সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আমি নিশ্চিত যে এটি শিল্প 4.0 যুগের জন্য প্রয়োজনীয় ইকোসিস্টেম গড়ে তুলতে সাহায্য করবে।
৭. বিনামূল্যে রেশন প্রকল্প আগামী ৫ বছর অব্যাহত থাকবে
প্রধানমন্ত্রী মোদি বলেন, 'আমাদের লক্ষ্য হল জীবনের মর্যাদা, জীবনযাত্রার মান এবং বিনিয়োগের মাধ্যমে চাকরি। মোদীর গ্যারান্টি, আগামী ৫ বছর বিনামূল্যে রেশন প্রকল্প অব্যাহত থাকবে। আমরা নিশ্চিত করব, যাতে দরিদ্রদের দেওয়া খাবার পুষ্টিকর, সন্তোষজনক এবং সাশ্রয়ী হয়।'
৮. বিদ্যুৎ বিল শূন্য
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমরা কোটি কোটি পরিবারের বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনা এবং বিদ্যুৎ থেকে আয়ের সুযোগ তৈরি করার জন্য কাজ করব। আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের বাস্তবায়ন করেছি।'
৯. প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অব্যাহত থাকবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের ১০ কোটি কৃষক ভবিষ্যতেও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা পেতে থাকবেন। 'সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি'-র স্বপ্ন নিয়ে বিজেপি 'জাতীয় সহযোগিতা নীতি' চালু করবে। এর মাধ্যমে আমরা এক নতুন বিপ্লবের পথে এগিয়ে যাব। সারাদেশে দুগ্ধ ও সমবায় সমিতির সংখ্যাও অনেকাংশে বাড়ানো হবে। ভারতকে একটি আন্তর্জাতিক পুষ্টি কেন্দ্রে পরিণত করতে, আমরা 'শ্রী অন্ন'-র অনেক বেশি জোর দেব।
১০. ইউনিফর্ম সিভিল কোড
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমরা এক দেশ, এক নির্বাচনের ধারণাকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব। বিজেপি দেশের স্বার্থে ইউনিফর্ম সিভিল কোড(UCC)-কেও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করে।'