চোখে সানগ্লাস। পরনে সাদা-কালো চেক শার্ট। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন দেব। তাঁকে দেখেই জয় শ্রীরাম ্লোগান দিলেন এক বিজেপি কর্মী। তবে এতটুকু বিচলিত না হয়ে উল্টে সেই বিজেপি কর্মীকেই জড়িয়ে ধরলেন তিনি। সাংবাদিকদের বললেন, 'রাগ-অভিমান দিয়ে হয় না, কিছু-কিছু জিনিস ভালোবাসা দিয়েও হয়ে যায়। উনি বিজেপি কমীর আগে একজন ভারতবাসী।'
মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময়েই এই ঘটনাটি ঘটে। তবে বিজেপি কর্মীকে হাসিমুখে আলিঙ্গন করে দেব বলেন, 'বড় বড় নেতারাই বিভাজন করে রাখে, আমি সেটায় বিশ্বাস করি না। আগে সবাই আমরা ভারতীয়। তারপর কে কোন দল করে সেটা পরের বিষয়।'
আগামী ২৬ নভেম্বর বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং কেন্দ্রে লোকসভা ভোট। লোকসভা ভোটের শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে আজ মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার রয়েছে অভিনেতা দেবের। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন দেব।
জয় শ্রী রাম স্লোগান
এর আগে রামনবমীর দিন শোভাযাত্রায় অংশ নেন দেব। সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিতেও শোনা যায় তাঁকে।
এদিন বিজেপি কর্মীর জয় শ্রীরাম ধ্বনি দেওয়া নিয়ে তিনি বলেন, 'এটা নিয়ে কোনও সমস্যা নেই, রাম সব ভারতীয়ের ভগবান, আমি নিজে দর্গা তে যাই, অনেক মুসলিমরা ইসাই বাবায় যান... তবে আমাকে ধর্ম শেখাতে আসবেন না'
অন্যদিকে , এরপর চপারে রায়গঞ্জে চলে আসেন দেব। সেখানে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচার করেন তিনি।