লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য আবেদন করবে বিজেপি। আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রচারে এসে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, হিংসার কারণে বাংলার গণতন্ত্র প্রায় শেয় হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে ২০০-র বেশি মানুষ মারা যায়। এবার ৫ দফা ভোট হয়ে গিয়েছে। মমতার গুন্ডারা কোন ভোটারের কেশাগ্র স্পর্শ করতে পারেনি। এবার নির্বাচন কমিশন অবাধ ভোট করানোর ব্যবস্থা করেছে। আমরা কমিশনের কাছে আবেদন জানিয়েছি যাতে ভোটের ফল ঘোষণার পরেও আধা সামরিক বাহিনী এখানে থাকে ও মানুষজনকে সুরক্ষা দেয়।'
একুশেরক বিধানসভা নির্বাচন ও গত পঞ্চায়েত নির্বাচনের পরে রাজ্যের কয়েকটি জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঘটে। তাতে বেশ কয়েকজনের মৃত্যুো হয়। বিজেপির অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় তাদের দশ জনের বেশি সমর্থক ও কর্মীকে খুন করা হয়েছে। এবার তাই পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই সতর্কতা নিতে চাইছে বাংলায় বিজেপি নেতৃত্ব। তাদের আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী এ রাজ্য থেকে চলে গেলেই শুরু হতে পারে রাজনৈতিক সংঘর্ষ। তাই ৪ জুনের পরেও কেন্দ্রীয় বাহিনী যাতে থাকে তার আবেদন জানিয়েছে কমিশনের কাছে।
তবে, শুধু বিজেপি নয়, আইবি-র তরফেও ভোট পরবর্তী হিংসার সম্ভাবনা নিয়ে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে বলে খবর। আর তাই ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পরেও প্রায় ১৫ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকায় মোতায়েন রাখা হতে পারে। পরিস্থিতি সেরকম হলে ১৫ দিনের বেশিও বাহিনী রাখা হতে পারে।