scorecardresearch
 

PM Modi: 'ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে,' ভোট-বাংলায় শেষ সভায় মোদীর মুখে সেই 'অনুপ্রবেশ' ইস্যু

শেষ দফার ভোটের আগে বাংলায় শেষ সভায় মোদীর মুখে ফের 'ঘুসপেটিয়া' তত্ত্ব। অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'বাংলার সীমানাবর্তী এলাকাগুলিতে ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে।'

Advertisement
বাংলায় শেষ সভায় ফের প্রধানমন্ত্রীর মুখে 'ঘুসপেটিয়া' তত্ত্ব বাংলায় শেষ সভায় ফের প্রধানমন্ত্রীর মুখে 'ঘুসপেটিয়া' তত্ত্ব
হাইলাইটস
  • শেষ দফার ভোটের আগে বাংলায় শেষ সভায় মোদীর মুখে ফের 'ঘুসপেটিয়া' তত্ত্ব।
  • অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • এদিন মথুরাপুরের সভা থেকে মোদী বলেন, 'আজ বাংলার যুবকদের প্রাপ্য সুযোগ এই অনুপ্রবেশকারীরা ছিনিয়ে নিচ্ছে।'

শেষ দফার ভোটের আগে বাংলায় শেষ সভায় মোদীর মুখে ফের 'ঘুসপেটিয়া' তত্ত্ব। অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'বাংলার সীমানাবর্তী এলাকাগুলিতে ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে।'

এদিন মথুরাপুরের সভা থেকে মোদী বলেন, 'আজ বাংলার যুবকদের প্রাপ্য সুযোগ এই অনুপ্রবেশকারীরা ছিনিয়ে নিচ্ছে। আপনার জমি-জায়গায় ওরা কব্জা করে নিচ্ছে। পুরো দেশ চিন্তিত। বাংলার সীমানাবর্তী এলাকাগুলোতে ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। এরা CAA-র এত বিরোধিতা কেন করেছে? CAA নিয়ে এত মিথ্যা কেন বলল? এত মিথ্যা কেন ছড়াচ্ছে? অবৈধ অনুপ্রবেশকারীদের রাখতে চাইছে। হিন্দু শরণার্থী যারা, মতুয়া সমাজের মানুষ যারা, TMC তাঁদের এখানে থাকতে দিতে চায় না। কিন্তু আপনারা চিন্তা করবেন না। ৪ জুনের বাদ, TMC-র এই সমস্ত কার্যকলাপের হাওয়া বেরিয়ে যাবে।'

বুধবারের সভাতে ফের সাধুসন্ত ইস্যুতেও বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। TMC-র বিরুদ্ধে 'বাংলা মঠ, সাধুসন্ত, ISKON, রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম'কে আক্রমণের অভিযোগ তোলেন তিনি। সেখানে গুন্ডা দিয়ে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন। 

এদিনের সভায় বক্তব্য রাখার সময় শুরুর দিকেই মোদী বলেন, 'এখানে TMC খালি বলে, এটা হতে দেব না।' তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, মহিলা হেল্পলাইন, উজ্জ্বলা স্কিম, আয়ুষ্মান ভারতের মতো স্কিমের ক্ষেত্রেও তৃণমূল বলে যে 'এটা হতে দেব না।' এরপর মোদী বলতে থাকেন 'এটা'... এদিকে বিজেপি কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন, 'হতে দেব না।'

সপ্তম ও শেষ দফার ভোটের আগে এদিন বাংলায় নরেন্দ্র মোদীর শেষ জনসভা ছিল। ফলে এদিনের সভা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের বাড়তি উৎসাহ-উদ্দীপনা ছিল। আগামী ১ জুন সপ্তম ও শেষ দফার ভোট।

আরও পড়ুন

Advertisement