scorecardresearch
 

Mamata Slams Governor: রাজভবনে আমি আর যাব না, যা কীর্তি কেলেঙ্কারি শুনছি: মমতা

হুগলির সপ্তগ্রামে নির্বাচনী জনসভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য্যায়। সেই সভা থেকে বিজেপি, কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মমতার নিশানাতে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisement
'রাজভবনে আমি আর যাব না, পাশে বসাও পাপ', রাজ্যপালকে তীব্র আক্রমণ মমতার 'রাজভবনে আমি আর যাব না, পাশে বসাও পাপ', রাজ্যপালকে তীব্র আক্রমণ মমতার
হাইলাইটস
  • হুগলির সপ্তগ্রামে নির্বাচনী জনসভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়
  • শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য্যায়

হুগলির সপ্তগ্রামে নির্বাচনী জনসভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য্যায়। সেই সভা থেকে বিজেপি, কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মমতার নিশানাতে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন রাজভবনে কর্মরত এক মহিলা। যে ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও কোনও ধরনের সাহায্য করতে অস্বীকার করেছেন বোস। কলকাতা পুলিশের কাছে রাজভবনের এক চুক্তিভিত্তিক মহিলা কর্মী অভিযোগ দায়ের করেছেন, রাজভবনে দু'বার তাঁকে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। যদিও গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন রাজ্যপাল বোস। বিষয়টি এখানেই শেষ নয়। রাজ্যপাল সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কোনও সহযোগিতা করবেন না। এমনকি রাজভবনে পুলিশ কর্মীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলেন রাজ্যপাল। ঘটনার দিন বিকেল ৫টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটে পর্যন্ত প্রকাশিত সিসিটিভি ফুটেজে তা দেখা গিয়েছে। তবে সেই ফুটেজে দেখা যায়নি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সেখানে রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে। সেখানকার একটি ফুটেজে দেখা গিয়েছে যিনি অভিযোগ করেছিলেন সেই মহিলা ৫টা বেজে ৩২ মিনিটে পুলিশের একটি রুমে যাচ্ছেন। সেখান থেকে প্রায় ৫টা ৪০ মিনিটে তিনি পাশের একটি রুমে যাচ্ছেন। একটি ফুটেজে দেখা যাচ্ছে হন্তদন্ত হয়ে ওই তরুণী প্রথমে রাজভবনের ওসির ঘরে যাচ্ছেন। সেখান থেকে বেরিয়ে তিনি অ্যাডিশনাল ওসির ঘরে যান। তবে একটি কনফারেন্স রুমে শ্লীলতাহানি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল, সেখানকার কোনও ফুটেজ অবশ্য় দেওয়া হয়নি। ফুটেজে দেখা গিয়েছে পুলিশের তৎপরতা। কারণ সেখানে সেদিন প্রধানমন্ত্রী আসার কথা ছিল। প্রকাশিত ভিডিওতে রাজভবনের ভিতরের কোনও ফুটেজ নেই।

Advertisement

আজ এই বিষয়ে আজ মমতা বলেন, 'মাননীয় রাজ্যপাল আমার কী দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। বলছেন দিদিগিরি নেহি চ্যালেগা। রাজ্যপাল আপনার পদত্যাগ করা উচিত। আপনি কে যে মহিলাদের অত্যাচার করবেন। প্রেসকে ডেকে এডিট করা ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে কি? কপিটা আমার কাছেও আছে। কোনও একটা প্রেসই আমাকে দিয়েছে। এখনও তো সব বেরোয়নি। আরেকটা ভিডিও পেলাম, পেন ড্রাইভে আছে। আরও কুকীর্তি ও কেলেঙ্কারি আছে। রাজভবনে আমি আর যাব না। আমাকে ডাকলে আর রাজভবনে যাব না। আমাকে ডাকলে রাস্তায় গিয়ে কথা বলব। যা কীর্তি-লেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ।'

Advertisement