আগামী ৩১শে মার্চ INDIA ব্লকের মেগা সমাবেশ হবে। সমাবেশে অংশ নেবেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, শরদ পাওয়ারের মতো হেভিওয়েট নেতারা। তথ্য অনুযায়ী, ইন্ডিয়া ব্লকের ১৩টি দল এই সমাবেশে অংশ নেবে। সমাবেশে থাকবে ‘ইন্ডিয়া’ ব্লকের ব্যানার। তাতে লেখা থাকবে 'স্বৈরাচার হটাও, গণতন্ত্র বাঁচাও'। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ।
সমাবেশে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী (কংগ্রেস), শরদ পাওয়ার (শরৎচন্দ্র পাওয়ার), উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে (ইউবিটি), অখিলেশ যাদব (এসপি), তেজস্বী যাদব (আরজেডি), ডেরেক ও'ব্রায়েন (টিএমসি), টি. শিবা (ডিএমকে), ফারুক আবদুল্লাহ (ন্যাশনাল কংগ্রেস), চম্পাই সোরেন, কল্পনা সোরেন (জেএমএম), সীতারাম ইয়েচুরি (সিপিএম), ডি রাজা (সিপিআই), দীপঙ্কর ভট্টাচার্য (সিপিআই-এমএল) এবং ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজনও অংশ নেবেন।
আপ-কংগ্রেস যৌথ সাংবাদিক সম্মেলন
সম্প্রতি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের নেতারা একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা বলেন, 'প্রধানমন্ত্রী যেভাবে স্বৈরাচারী মনোভাব গ্রহণ করেছেন এবং দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছেন, নিন্দনীয়। দেশের সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করে তাকে ভালোবাসা মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করা হয়েছে। এটা শুধু অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্ন নয়।'
নির্বাচনের আগে বড় সমাবেশ
বিরোধী দলের নেতারা জানিয়েছেন, 'প্রধানমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে, বিধায়ক কিনে, বিরোধী দলকে কিনে, ভুয়ো মামলা দিয়ে, গ্রেফতার করে একের পর এক রাজ্যে সমগ্র বিরোধী দলগুলিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছেন। গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে বিহার পর্যন্ত, সর্বত্র INDIA ব্লকের নেতাদের মিথ্যা মামলা দিয়ে চুপ করানোর চেষ্টা চলছে। দিল্লিসহ সারা দেশে বিক্ষোভ চলছে। আগামী দিনেও বিক্ষোভ চলবে।'
এই নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন
আম আদমি পার্টির সিনিয়র নেতা গোপাল রাই বলেন, 'রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব সহ INDIA-র শীর্ষ নেতারা ৩১ মার্চ রামলীলা ময়দানে আয়োজিত AAP-এর 'মহব়্যালি'তে যোগ দেবেন। গোপাল রাই আরও বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রেক্ষাপটে রবিবার রামলীলা ময়দানে ২০ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে একটি সমাবেশ করার জন্য AAP সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছে।'