scorecardresearch
 

'ওদের অ্যাটম বোমা আছে, ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা,' বলছেন কংগ্রেসের মণিশঙ্কর

পরমাণু বোমা থাকায় পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের। একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। মণিশঙ্কর এক সাক্ষাৎকারে বলেছেন, 'প্রতিবেশী দেশের কাছে পারমাণবিক বোমা থাকায় ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা।

Advertisement
পরমাণু বোমা আছে, ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা: কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার পরমাণু বোমা আছে, ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা: কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার
হাইলাইটস
  • পরমাণু বোমা থাকায় পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের
  • একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার

পরমাণু বোমা থাকায় পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের। একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। মণিশঙ্কর  এক সাক্ষাৎকারে বলেছেন, 'প্রতিবেশী দেশের কাছে পারমাণবিক বোমা থাকায় ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা। আমরা যদি তাদের সম্মান না করি তাহলে তারা ভারতের ওপর পারমাণবিক হামলার কথা ভাবতে পারে। ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে পাকিস্তানেরও পরমাণু অস্ত্র রয়েছে। আমি বুঝতে পারছি না বর্তমান সরকার কেন বলছে যে আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলব না, কারণ সেখানে সন্ত্রাস আছে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সন্ত্রাসবাদের অবসান ঘটাতে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে পাকিস্তান ভাববে ভারত অহংকারে আমাদেরকে বিশ্বে ছোট দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের যে কোনও পাগল এই বোমা ব্যবহার করতে পারে।'

আইয়ার ভারতকে সতর্ক করে আরও বলেন, 'পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে। আমাদেরও আছে। কিন্তু কিছু পাগল যদি লাহোরে বোমা ফেলার সিদ্ধান্ত নেয়। এই বিকিরণ অমৃতসর পৌঁছতে আট সেকেন্ডও সময় নেবে না। আমরা যদি তাদের সম্মান করি তবে তারা শান্ত থাকবে। কিন্তু আমরা যদি তাদের ছোট দেখাতে থাকি তবে কিছু পাগল এসে বোমা ফেলবে। পাকিস্তানও একটি সার্বভৌম দেশ বলে আমি বলছি না আমাদের সমস্যার সমাধান হবে কীভাবে? এটা বিশেষজ্ঞদের কাজ। আমি শুধু বলছি, ঘৃণা দেখিয়ে বা বন্দুক দেখিয়ে পরিস্থিতির উন্নতি করা যায় না। আমাদের বুঝতে হবে পাকিস্তানও একটি সার্বভৌম জাতি, তারও সম্মান আছে। তার সম্মান বজায় রেখে তার সঙ্গে আমাদের কঠোরভাবে কথা বলা উচিত। কী হচ্ছে এখন? আমরা কথা বলছি না, এতে উত্তেজনা বাড়ছে।'

আইয়ার বলেন যে আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার করতে অনেক পরিশ্রম করেছি। কিন্তু গত ১০ বছর ধরে সব আলোচনা থেমে গেছে। অন্য ব্যক্তির পেশী না থাকলে আমাদের পেশী (শক্তি) দেখানো উচিত। রাওয়ালপিন্ডির কাহুতায় তার পেশি পড়ে আছে। ভুল বোঝাবুঝি ছড়িয়ে পড়লে অনেক ঝামেলা হবে। তিনি বলেন যে রাজীব গান্ধী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ভয়ের মধ্যে শান্তির পথ খুঁজে পেয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে, পাকিস্তানের সঙ্গে শান্তির সম্ভাবনা থাকলেও মোদীজি যুদ্ধের পথ খুঁজছেন।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে আইয়ার আরও বলেন, 'বিশ্বগুরু হওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের সমস্যা যতই গুরুতর হোক না কেন, আমাদের দেখাতে হবে যে আমরা সেগুলি সমাধান করার জন্য কঠোর পরিশ্রম করছি৷ কিন্তু গত ১০ বছরে কোনও কঠোর পরিশ্রম করা হয়নি।'

Advertisement