হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, গত ৬ এপ্রিল লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে ইট-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। নির্বাচন কমিশনের কাছে সেই মর্মেই অভিযোগ করা হয়েছে। আগেই বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল।
অভিযোগ, গত ৬ এপ্রিল রাতে, লকেট চট্টোপাধ্যায় হুগলির বাঁশবেড়িয়ায় কালীমাতা মন্দির দর্শনে গিয়েছিলেন। সেই সময়েই তাঁকে তৃণমূল কর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ।
নির্বাচন কমিশনকে দেওয়া অভিযোগ-পত্রে বিজেপি বেশ কয়েক জন পুলিশ অফিসারের নাম উল্লেখ করেছে। বিজেপির দাবি, তৃণমূলের পক্ষপাতিত্ব করছে পুলিশ। পূর্ব মেদিনীপুর, ভূপতিনগর, খেজুরি, ময়না এবং তালপতিঘাট থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিজেপির প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগও উল্লেখ করা হয়েছে।
বিজেপি-র দাবি, পুলিশ লোকসভা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। কারণ পশ্চিমবঙ্গে তারা 'শুধুমাত্র শাসক দল অর্থাৎ TMC-র স্বার্থে কাজ করছে।'
এর আগে শনিবার, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারপার্সন শিল্পী চট্টোপাধ্যায়ের নির্দেশে তাঁর গাড়িতে টিএমসি কর্মীরা হামলা করেছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। সেখানে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি।
TMC's goons, led by Shilpi Chatterjee, shamelessly attacked my vehicle amidst #KaliPuja in Bansberia.
— Locket Chatterjee (Modi Ka Parivar) (@me_locket) April 6, 2024
Their audacity exposes the Trinamool's mafia grip over Hooghly. Today, their thugs dared to block my pilgrimage to Maa's Puja.
The lack of candidate security is appalling, a… pic.twitter.com/a4BomO4SzQ
এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আমরা নিজেদের প্রচার করছিলাম। আমি সাড়ে ৯টা নাগাদ কালীপুজো সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। সেখানে আরও অনেক মহিলারা ছিলেন।' পুজোর পর, লকেট নিজের গাড়িতে করে ফের পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। ঠিক সেই সময়েই সেখানে হঠাৎ ভিড় জমে যায়। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু হয়। লকেট বলেন, 'দুষ্কৃতীরা আমার গাড়ি ঘেরাও করে ফেলে। আমার গাড়ির পতাকা ভেঙে দেয়। ওরা আমার গাড়িতে ঢোকার চেষ্টা করছিল। আমি আমার নিরাপত্তা কর্মীদের সাহায্যে সেখান থেকে কোনওমতে বেরিয়ে এসেছি।'
এরপর ঘাসফুল শিবিরের দিকে সরাসর অভিযোগ তোলেন লকেট। তিনি বলেন, 'আমি পরে জানতে পারলাম, বেশ কয়েকজন তৃণমূল নেতার নির্দেশেই আমার উপর হামলা হয়েছে। আমি তৃণমূলের দুর্নীতি প্রকাশ করছি। তাই এরা আমাকে খুন ও আক্রমণ করার চেষ্টা করছে। তবে জনগণ আমাদের সঙ্গে আছে।'
তৃণমূলের তরফে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, 'তাঁর এলাকায় তাঁকে দেখতে পাওয়া যায় না। সেই কারণে সাধারণ মানুষ তাঁর অনুপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।'