Lok Sabha Elections 2024: জট খুলছে? উত্তরপ্রদেশে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে জোট পাকা হয়ে গিয়েছে সমাজবাদী পার্টির। মধ্যপ্রদেশেও আসন সমঝোতা হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলির পালা।
INDIA জোট নিয়ে ফের চর্চা শুরু
লোকসভা ভোটে যখন বিরোধী জোটের সম্ভাবনা প্রায় ক্ষিণ হয়ে আসছিল, তখনই একের পর এক রাজ্যে আসন সমঝোতা পাকা হওয়ার খবরে ফের INDIA জোট নিয়ে চর্চা শুরু। জোটের এই তত্পরতায় বলা যেতে পারে অনুঘটকের কাজ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার উদ্যোগে ফের বিরোধী জোট?
ইতিবাচক দিকটি হল, যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল একক ভাবে লোকসভা নির্বাচনে লড়বেন, সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে ফের আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছেন মমতা। পশ্চিমবঙ্গ, মেঘালয় ও অসমে কংগ্রেসের সঙ্গে আসনরফায় ইচ্ছেপ্রকাশ করেছে তৃণমূল।
দিল্লিতে কংগ্রেস-আপ জোট পাকা
দিল্লিতে ইতিমধ্যেই কংগ্রেসের আসনরফা করেছে ফেলেছে আম আদমি পার্টি (AAP)। লোকসভা নির্বাচনে দিল্লিতে ৭টি আসনের মধ্যে সম্ভবত ৩টি আসনে লড়বে কংগ্রেস ও ৪টি আসনে প্রার্থী দেবে আপ।
উত্তরপ্রদেশেও জোট হচ্ছে
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেসকে ১৭টি আসন ছেড়েছে। বাকি ৬৩টি আসনে লড়বে অখিলেশ যাদবের দল। পশ্চিমবঙ্গ, মেঘালয় ও অসমেও আসন সমঝোতা নিয়ে তৃণমূল ও কংগ্রেসের আলোচনা চলছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের মধ্যে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি। এর আগে কংগ্রেস চেয়েছিল ৭ থেকে ৮টি আসন। কিন্তু মমতা রাজি হননি। জোট জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন।
অসম ও বিহারের কী পরিস্থিতি?
অসমে দুটি আসন চেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে যা যাচ্ছে, একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। বিহারেও INDIA জোটের জটও খুব শীঘ্রই কেটে যেতে পারে। জানা যাচ্ছে, আরজেডি ৩০টি আসনে প্রার্থী দেবে। বাকি ১০টি আসন কংগ্রেস ও বামেদের মধ্যে সমঝোতা হবে।