scorecardresearch
 

Arjun Singh Returns to BJP: 'BJP-তেই যাচ্ছি, আমার সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবে,' অবশেষে ঘোষণা অর্জুনের

গত রবিবার ব্রিগেডে তৃণমূলের লোকসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বেসুরো ছিলেন বারাকপুরের বিদায়ী সাংসদ। শোনা যাচ্ছিল বিজেপিতে যোগ দেবেন তিনি। অবশেষে তাতে শিলমোহর দিলেন অর্জুন নিজেই। জানিয়ে দিলেন লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরেই ফিরতে চলেছেন তিনি।

Advertisement
BJP-তেই ফিরছেন, নিজেই জানিয়ে দিলেন অর্জুন BJP-তেই ফিরছেন, নিজেই জানিয়ে দিলেন অর্জুন

গত রবিবার ব্রিগেডে তৃণমূলের লোকসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বেসুরো ছিলেন বারাকপুরের বিদায়ী সাংসদ। শোনা যাচ্ছিল বিজেপিতে যোগ দেবেন তিনি। অবশেষে তাতে শিলমোহর দিলেন অর্জুন নিজেই। জানিয়ে দিলেন লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরেই ফিরতে চলেছেন তিনি।


‘অর্জুন এখনও বিজেপি-র সাংসদ ও কোন দলে দাঁড়াবে, সেটা ঠিক করার স্বাধীনতা ওর রয়েছে।  বুধবার উত্তরবঙ্গ থেকে অর্জুন সিং প্রসঙ্গে এমনই বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এই কথার পরিপ্রেক্ষিতে, অর্জুন পাল্টা বলেছিলেন, 'দিদি ভাল বলেছেন। আমাকে তাহলে ডাকা হয়ে বিজেপি সাংসদ হিসেবে, ভাল !' বৃহস্পতিবার আর কোন রাখঢাক রাখলেন না বারাকপুরের বিদায়ী সাংসদ।  একই সঙ্গে অর্জুন জানিয়েছেন, তিনি একা নন, তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেবেন তৃণমূলের আরও এক নেতা। এমনকি বারাকপুরেরও হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন অর্জুন। তিনি বলেন, ‘‘আমি ব্রিগেডের মঞ্চে ছিলাম। তা সত্ত্বেও আমাকে শুনতে হল আমি বিজেপির সাংসদ। তা হলেই বুঝুন দলটার কী অবস্থা!’’

সূত্রের খবর,  অর্জুন সিংয়ের ‘ঘর ওয়াপসি’ নিয়ে মাঝরাতে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের মধ্যে ভারচুয়ালি দীর্ঘ বৈঠক হয়। সেখানেই ‘দলবদলু’ অর্জুন ফের একবার দলবদল করেন। সূত্র থেকে জানা গিয়েছে, বারাকপুরের সাংসদকে দলে নিতে ঘোর আপত্তি ছিল সুকান্ত মজুমদার ও তাঁর অনুগামীদের। কিন্তু শুভেন্দু অধিকারী দলে ফেরাতে ছিলেন অটল। তবে অর্জুনকে নিয়ে দলের অন্দরেই চোরা অস্বস্তি রয়েছে। আর তাই চুপিচুপি রাতের আধারে  অর্জুনকে দলে ফেরানোর বিষেয় বিজেপির দিল্লি নেতৃত্ব গ্রিন সিগন্যাল দেয়।

আরও পড়ুন


প্রসঙ্গত রবিবার ব্রিগেডের মঞ্চে আশাভঙ্গ হয়  বারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং-এর। তাঁর বদলে বারাকপুরে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী  পার্থ ভৌমিককে। প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূলের প্রতি বারংবার ক্ষোভ উগড়ে দিয়েছেন অর্জুন।  ইতিমধ্যেই অর্জুন সিং-এর অফিস থেকে সরেছে মমতা ও অভিষেকের ছবি। জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি কি ক্রমেই পদ্মমুখী হচ্ছেন? এই নিয়ে ইঙ্গিতও দিয়েছিলেন  বারাকপুরের বিদায়ী সাংসদ। এবার তাতে নিজেই শিলমোহর দিলেন অর্জুন। উল্লেখঅয, ২০১৯ সালে তৃণমূলের টিকিট না পেয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। বারাকপুর থেকে পদ্মের টিকিটে জয়ীও হন। জিতে আবার তৃণমূলে ফিরে যান। 

Advertisement

Advertisement