সব বুথফেরত সমীক্ষাতেই ইঙ্গিত দিচ্ছে, তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন নরেন্দ্র মোদী। বিরোধীরা কয়েকটি রাজ্যে টক্কর দিলেও দিল্লির তখত দখলের জন্য তা পর্যাপ্ত ছিল না। আর বুথফেরত সমীক্ষায় সরকারে আসার সম্ভাবনা জোরালো হতেই এক্স হ্যান্ডেলে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, বিরোধীদের জাতিবাদ, সাম্প্রদায়িক ও পরিবারতন্ত্রের রাজনীতিকে খারিজ করেছেন ভোটাররা।
সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন,'সুযোগসন্ধানী ইন্ডি জোট ভোটারদের মন বুঝতে ব্যর্থ হয়েছে। তারা জাতিবাদী, সাম্প্রদায়িক আর দুর্নীতিগ্রস্ত। এই জোট তৈরি হয়েছে হাতে গোনা পরিবারবাদীর জন্য। দেশের ভবিষ্যতের জন্য দিশা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। তারা শুধুমাত্র মোদীকে আক্রমণেই ওস্তাদ। এই ধরনের নিম্নস্তরের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা'।
The opportunistic INDI Alliance failed to strike a chord with the voters. They are casteist, communal and corrupt. This alliance, aimed to protect a handful of dynasties, failed to present a futuristic vision for the nation. Through the campaign, they only enhanced their…
— Narendra Modi (@narendramodi) June 1, 2024
মোদী যোগ করেছেন,'আমি আত্মবিশ্বাস নিয়ে বলছি, রেকর্ড সংখ্যক মানুষ এনডিএ সরকারকে ভোট দিয়েছে। তাঁরা আমাদের কর্মপদ্ধতি দেখেছেন। গরিব, প্রান্তিক মানুষের জীবনকে উন্নত করার চেষ্টা করেছি। সেই সঙ্গে তাঁরা দেখেছেন, কীভাবে দেশে সংস্কার হয়েছে। পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত। সরকারের প্রতিটি প্রকল্প ভেদাভেদ ছাড়া সকলের কাছে পৌঁছেছে'।
এ দিন ভোটারদের অভিনন্দন জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন,'যাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভোটগ্রহণে তাঁদের অংশগ্রহণ গণতন্ত্রকে আরও পোক্ত করেছে। তাঁদের দায়বদ্ধতা ও সমর্পণের জন্য দেশের গণতন্ত্রের মূল্যবোধ টিকে রয়েছে'।
I can say with confidence that the people of India have voted in record numbers to reelect the NDA government. They have seen our track record and the manner in which our work has brought about a qualitative change in the lives of the poor, marginalised and downtrodden.
— Narendra Modi (@narendramodi) June 1, 2024
At the…
বলে রাখি, এ দিন সমস্ত বুথফেরত সমীক্ষাতেই ইঙ্গিত দিচ্ছে, জাদু সংখ্যা ২৭২-এর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। দক্ষিণ ভারতেও বিজেপির ভোটের হার বাড়ছে। বাড়ছে আসন সংখ্যাও।