scorecardresearch
 

Lok Sabha Election 2024: INDIA জোটের কী হবে? বাংলায় ক'টি আসন? EXIT POLL নিয়ে মুখ খুললেন মমতা

এক্সিট পোলের সমীক্ষাকে ‘ফেক’ বা ভুয়ো বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শাসকদলের কর্মীদের শক্ত থাকার পরামর্শ দিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, ‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। একেবারে ফেক।’

Advertisement
হাইলাইটস
  • এক্সিট পোলের সমীক্ষাকে ‘ফেক’ বা ভুয়ো বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তিনি শাসকদলের কর্মীদের শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

বুথফেরত সমীক্ষাকে ‘ফেক’ বা ভুয়ো বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শাসকদলের কর্মীদের শক্ত থাকার পরামর্শ দিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, ‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। একেবারে ফেক।’

শনিবার শেষ দফার ভোটের পরই বিভিন্ন সংস্থার তরফে বুথফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে বাংলায়। সেই হিসেবকেই ‘ফেক’ বলে অভিহিত করলেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে... কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসেব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’ 

রাজ্যে শাসকদলের সম্ভ্রাব্য আসন সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কোনও নম্বরে যাব না। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যে ভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবেন না।’

আরও পড়ুন

সেইসঙ্গে মমতা বলেন, ‘আমি আগে ফল দেখব। ফল দেখে হিসেব করব। আমাদেরও একটা অঙ্ক আছে। আমরা চেষ্টা করব, আরও আঞ্চলিক দল যেন আমাদের সঙ্গে আসে। আর এর মধ্যে মোদীজিকে যাঁরা জিতিয়ে দিচ্ছেন, তাঁদেরও বলে দিই, এ বার কিন্তু অত সহজ অঙ্কে, অত সহজে পার পাওয়া যাবে না। এই সরকার আদৌ কত দিন চলবে, সন্দেহ আছে।’

ইন্ডিয়া জোট নিয়ে মমতা বলেন,'আমি এরকম কোনও কথা বলতে পারি না। অন্য় রাজ্যের তথ্য নেই আমার কাছে, কিন্তু নিজের রাজ্য়ের কথা বলতে পারি। যেভাবে আমরা গরমে কাজ করেছি। আপনাদের এক্সিট পোল একটু অন্য়রকম। বাকিরা যা দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে বিজেপির হাতেখড়ি হচ্ছে। আমি এত নির্লজ্জ মিডিয়া কখনও দেখিনি। সিটগুলি নিয়ে পর্যন্ত বলছে যে এই সিটে হারছে, ওই সিটে হারছে। তার মানে কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছিল। জানল কী করে কোন সিটে কে জিতছে, কে হারছে।'

Advertisement

 

Advertisement