scorecardresearch
 

Lok Sabha Election 2024 1st Phase: প্রথম দফায় বাংলার কোন কোন আসনে ভোট? জানুন হাল-হকিকত

Lok Sabha Election 2024 Dates: শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনে নির্বাচনের দিন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মোট ৭ দফায় লোকসভা ভোট হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোট পড়েছে। 

Advertisement
প্রথম দফায় কোন কোন কেন্দ্রে ভোট জেনে নিন প্রথম দফায় কোন কোন কেন্দ্রে ভোট জেনে নিন
হাইলাইটস
  • শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনে নির্বাচনের দিন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 
  • মোট ৭ দফায় লোকসভা ভোট হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোট পড়েছে। 
  • ১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার প্রথম দফার ভোট। এই দিন উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে লোকসভা ভোট হতে চলেছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ১৯ এপ্রিল ভোট হবে। 

Lok Sabha Election 2024 Dates: শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনে নির্বাচনের দিন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মোট ৭ দফায় লোকসভা ভোট হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোট পড়েছে। 

প্রথম দফায় বাংলার কোন কোন লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে?
১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার প্রথম দফার ভোট। এই দিন উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে লোকসভা ভোট হতে চলেছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ১৯ এপ্রিল ভোট হবে। 

এরপর কবে কোন দফার ভোট হবে?
দ্বিতীয় দফা: ২৬ এপ্রিল, শুক্রবার।
তৃতীয় দফা: ৭ মে, মঙ্গলবার। 
চতুর্থ দফা: ১৩ মে, সোমবার। 
পঞ্চম দফা: ২০ মে, সোমবার।
ষষ্ঠ দফা: ২৫ মে, শনিবার। 
সপ্তম দফা: ১ জুন, শনিবার।

উল্লেখ্য, বাংলায় প্রতিটি দফার তারিখেই কোনও না কোনও কেন্দ্রে ভোট পড়েছে। আপাতভাবে দেখে মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের লোকসভা কেন্দ্রগুলিকে পরপর সাজানো হয়েছে। 

First Phase
প্রথম দফায় কোথায় কোথায় ভোট


কবে ভোট গণনা
আগামী ৪ জুন, ২০২৪-এ লোকসভা ভোটের গণনা হবে।

শনিবার বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করেন নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার। রাজীব কুমার বলেন, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। এবারের নির্বাচনে ৯৭ কোটি ভোটার ভোট দেবেন। ১০.৫ লক্ষ ভোট কেন্দ্র থাকবে। দেশজুড়ে ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে। এজন্য দেড় কোটি ভোটগ্রহণ আধিকারিক ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। নিরাপত্তা নিয়ে যে কোনও ফাঁক রাখা হবে না, সেই বিষয়েও নিশ্চিত করেন রাজীব কুমার।

আরও পড়ুন

Advertisement