scorecardresearch
 

Lok Sabha Election Result 2024: প্রাথমিক ভোট প্রবণতায় সংখ্যাগরিষ্ঠতা পেল এনডিএ, জোর টক্কর দিয়ে ২০০ পেরোল বিরোধীরাও

ম্যাজিক সংখ্যা ২৭২। তবে কড়া টক্কর দিচ্ছে ইন্ডি জোট। ২০০-র কাছাকাছি আসনে এগিয়ে গিয়েছে বিরোধীরা।  

Advertisement
Lok Sabha Election Result 2024 Lok Sabha Election Result 2024

প্রাথমিক ভোট প্রবণতায় সংখ্যাগরিষ্ঠতা পেল এনডিএ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভোট প্রবণতায় ২৭৩ আসনে এগিয়ে। ম্যাজিক সংখ্যা ২৭২। তবে কড়া টক্কর দিচ্ছে ইন্ডি জোট। ২০০-র কাছাকাছি আসনে এগিয়ে গিয়েছে বিরোধীরা।  
 
প্রাথমিক ভোট প্রবণতায় বিজেপির ক্ষমতায় ফেরার ইঙ্গিত। ২৭২ আসনের যাদু সংখ্যা পেরিয়ে গেল এনডিএ। তার ঠিক পরেই রয়েছে ইন্ডি জোট। তারা এগিয়ে ২০০ আসনে। অর্থাৎ ভোট প্রবণতায় কড়া টক্কর দুই শিবিরের।   

মূলত উত্তরপ্রদেশেই বিজেপিকে বেকায়দায় ফেলে দিয়েছে সপা-কংগ্রেস জোট। হিন্দি বলয়ের বড় রাজ্যে বিজেপির চেয়ে এগিয়ে গিয়েছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। রায়বরেলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। ওদিকে অমেঠিতে পিছিয়ে পড়েছেন স্মৃতি ইরানি। পিছিয়ে গিয়েছেন সুলতানপুরের বিজেপি প্রার্থী মেনকা গান্ধীও।  

প্রাথমিক ভোট প্রবণতায় বাংলায় এগিয়ে গিয়েছে বিজেপি। ২১ আসনে এগিয়ে গেরুয়া শিবির। তৃণমূল এগিয়ে ১৮ আসনে। ৩টি আসনে এগিয়ে ইন্ডি জোট। 

Advertisement