scorecardresearch
 

Lok Sabha Election Results 2024: ভোট গণনার আগেই BJP জিতে গেল একটি আসন

Lok Sabha Election Results 2024: মঙ্গলবার, ৪ জুন লোকসভা ভোটের রেজাল্ট। আর কিছুক্ষণ পরেই গণনা শুরু হবে। তবে গণনা শুরুর আগেই একটি আসন এসে গিয়েছে BJP-র ঝুলিতে। আসলে ভোটের আগেই এই আসনে জিতেছে গেরুয়া শিবির। গুজরাতের সুরাত লোকসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় বিজেপি। সেই আসনে বিজেপি প্রার্থী ছিলেন মুকেশ দালাল। 

Advertisement
ভোট গণনার আগেই একটি আসনে জয়ী বিজেপি। ভোট গণনার আগেই একটি আসনে জয়ী বিজেপি।
হাইলাইটস
  • গণনা শুরুর আগেই একটি আসন এসে গিয়েছে BJP-র ঝুলিতে।
  • গুজরাতের সুরাত লোকসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় বিজেপি।
  • এই আসনে বিজেপি প্রার্থী ছিলেন মুকেশ দালাল। 

Lok Sabha Election Results 2024: মঙ্গলবার, ৪ জুন লোকসভা ভোটের রেজাল্ট। আর কিছুক্ষণ পরেই গণনা শুরু হবে। তবে গণনা শুরুর আগেই একটি আসন এসে গিয়েছে BJP-র ঝুলিতে। আসলে ভোটের আগেই এই আসনে জিতেছে গেরুয়া শিবির। গুজরাতের সুরাত লোকসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় বিজেপি। সেই আসনে বিজেপি প্রার্থী ছিলেন মুকেশ দালাল। 

কীভাবে জিতলেন?

জানা গিয়েছে, গুজরাতের এই আসনে কংগ্রেস প্রার্থী নীলেশের মনোনয়নে সমস্যা তৈরি হয়েছিল। মনোনয়ন পত্রে প্রস্তাবকদের সইয়ে গরমিলের অভিযোগ ছিল। সেই কারণে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। এদিকে বিজেপির প্রার্থীকে বাদ দিলে, বাকি যে ৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন, তাঁরাও শেষ মুহূর্তে বেঁকে বসেন। এই ৮ জনই তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এর ফলে নিয়মমাফিক ভোটের আগেই এই আসনে জিতে যায় ভারতীয় জনতা পার্টি। 

আরও পড়ুন

গত ৭ মে গুজরাতের অন্য লোকসভা আসনে ভোটগ্রহণ ছিল। কিন্তু এই সুরাত আসনে ভোটগ্রহণ হয়নি। কারণ এই আসনে আগে থেকেই জিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। 

ফলে ৫৪৩ আসনের মধ্যে একটি আসনে গণনা, ফল প্রকাশের আগেই জিতে যায় গেরুয়া শিবির। 

সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানুন ভোটের ফলাফল(Live): https://results.eci.gov.in/

রয়েছে বিতর্কও

সোমবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সম্পূর্ণ ভোট প্রক্রিয়া, ভোট পরবর্তী শিক্ষা, হিংসা রোখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। সেই সময়েই সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন চান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এক সাংবাদিক সুপ্রিম কোটের NOTA সম্পর্কিত একটি রায়ের উল্লেখ করেন। জানতে চান, NOTA-র অপশন থাকা সত্ত্বেও এই কেন্দ্রে ভোটগ্রহণ হল না কেন। কেন ভোটাররা ভোটদানের অধিকার পাবেন না?

Advertisement

২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইভিএমে সব প্রার্থীর নাম এবং প্রতীক চিহ্নের শেষে নোটা রাখা আবশ্যিক করে কমিশন। 

এর উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, কেউ যদি সদিচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেন, তাতে কমিশনের কোনও কিছু করার নেই। যদি কোথাও বলপূর্বক মনোনয় প্রত্যাহার করানোর মতো অভিযোগ থাকে, একমাত্র সেক্ষেত্রেই হস্তক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। 

Advertisement