যাবতীয় বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে দিল নির্বাচনী ফল। প্রাথমিক ভোট প্রবণতায় এটা স্পষ্ট, উত্তর প্রদেশ ও বাংলায় গেরুয়া শিবিরের প্রত্যাশা পূরণ হচ্ছে না। দুই রাজ্যেই ভোট প্রবণতায় এগিয়ে রয়েছে ইন্ডি জোটের শরিকরা।
উত্তরপ্রদেশে ৮০টি আসন। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ৪২টি আসন। সবমিলিয়ে ১২২টি আসন। ম্যাজিক সংখ্যা ২৭২। অর্থাৎ এক তৃতীয়াংশ আসন রয়েছে এই দুই রাজ্যে। সেখানেই বিজেপির ফল হতশ্রী। দুই রাজ্যে সবমিলিয়ে ৫০টি আসনপ্রাপ্তিই কষ্টসাধ্য হচ্ছে গেরুয়া শিবিরের। গতবার দুই রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল ৬২ আসন। আর বাংলায় ১৮টি আসন পেয়েছিল তারা। সবমিলিয়ে ৮০টি আসন পেয়েছিল।
বাংলায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ৩১টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ১০ আসনে। অন্যদিকে কংগ্রেস ১ আসনে এগিয়ে। বাংলায় ধরাশায়ী হওয়ার পথে বিজেপির বড় নেতারা। বর্ধমান দুর্গাপুরে ৫০ হাজারের বেশি ব্যবধানে পিছিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে, বালুরঘাটে পিছিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার। সাড়ে চার হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের বিপ্লব মিত্র। বারাকপুরে এগিয়ে গিয়েছেন পার্থ ভৌমিক। ১৭ হাজারের বেশি ব্যবধানে হারছেন অর্জুন সিং।
অন্যদিকে,উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত এনডিএ এগিয়ে ৩৭ আসনে। ইন্ডি জোট এগিয়ে ৪২ আসনে। ১ আসনে এগিয়ে অন্যান্যরা। অমেঠিতে পিছিয়ে গিয়েছেন স্মৃতি ইরানি। গতবার রাহুল গান্ধীকে হারিয়েছিলেন তিনি। অন্যদিকে, রায়বরেলিতে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। বারাণসী এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী।