scorecardresearch
 

Mamata Banerjee: দমদম ও বরানগরে CPM ও BJP-র 'সেটিং', মেটিয়াবুরুজে বড় দাবি মমতার

সপ্তম ও শেষ দফার ভোটের আগে গোপন আঁতাতের অভিযোগে পরস্পরকে আক্রমণ মোদী-মমতার। মঙ্গলবার বারুইপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, 'সিপিএম-কংগ্রেসকে ভোট দেওয়া মানেই TMC-কে ভোট দেওয়া।' এদিকে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দমদম ও বরানগরে CPM ও BJP পরস্পরের সঙ্গে বোঝাপড়া করেছে।

Advertisement
মেটিয়াবুরুজের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • সপ্তম ও শেষ দফার ভোটের আগে গোপন আঁতাতের অভিযোগে পরস্পরের বিরুদ্ধে সরব মোদী-মমতা।
  • মঙ্গলবার বারুইপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, 'সিপিএম-কংগ্রেসকে ভোট দেওয়া মানেই TMC-কে ভোট দেওয়া।'
  • এদিকে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দমদম ও বারাসাতে CPM ও BJP পরস্পরের সঙ্গে বোঝাপড়া করেছে। 

সপ্তম ও শেষ দফার ভোটের আগে গোপন আঁতাতের অভিযোগে পরস্পরকে আক্রমণ মোদী-মমতার। মঙ্গলবার বারুইপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, 'সিপিএম-কংগ্রেসকে ভোট দেওয়া মানেই TMC-কে ভোট দেওয়া।' এদিকে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দমদম ও বরানগরে CPM ও BJP পরস্পরের সঙ্গে বোঝাপড়া করেছে। 

এদিন মেটিয়াবুরুজের সভা থেকে মমতা বলেন, 'আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি, ক্রস চেক করে নিন। অনেক জায়গায় এই জিনিস হয়েছে। দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের MP ভোটটা BJP-কে দেবে। আর বরানগরের যে MLA ভোটটা CPM, BJP-কে দেবে।'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সিপিএম কংগ্রেস এখনও বিজেপিকে মদত করে এখানে। আমি দেখলাম আসার সময় বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে... সিপিএম-এর। সিপিএম কোথা থেকে এল। ৩৪ বছর যাদের পাত্তা নেই। আজ বিজেপির টাকা নিয়ে... আপনাদের আমি এখনও বলছি, কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে, যেখানে কংগ্রেস আছে, সেখানে কংগ্রেসকে দিয়ে বলছে, যা, টাকা দিলাম ওদেরকে গিয়ে বল ভোটটা যেন বিজেপিকে না দিয়ে কংগ্রেসকে দেয়। এটা মুসলিমদের বলছে। আর হিন্দুদের গিয়ে আবার বলছে, ভোটটা আমরা হিন্দু পার্টি, আমাদের দিন। হিন্দু-মুসলমান করছে।'


সিপিএম-এর সঙ্গে জোটের বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমি আপনাদের একথা বলছি, তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম-কংগ্রেস-বিজেপির যতদিন গাঁটবন্ধন থাকবে, আমি সিপিএম-কংগ্রেসের সঙ্গে বাংলায় কোনও অ্যাডজাস্ট করব না। আমি ৩৪ বছর অনেক দেখে নিয়েছি।'

এই বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, '৬ দফার ভোট হয়ে গিয়েছে, ৭ দফার আগে হঠাৎ মনে পড়ল কেন?' তিনি দাবি করেন, 'উনি বুঝে গিয়েছেন, তৃণমূল দমদমে হারবে।' আরও বলেন, 'সিপিএম-এর পুরনো ভোটগুলি আবার ফিরে আসছে।'

আরও পড়ুন

Advertisement

Advertisement