scorecardresearch
 

Mamata slams Modi: 'আপনার মন্দির তৈরি করে দেব,' 'জগন্নাথ ভক্ত' প্রসঙ্গ তুলেই মোদীকে নিশানা মমতার

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় তিন তিনটি সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মথুরাপুর ও রায়দিঘিতে জনসভা করেন মমতা। এরপর জয়নগর। মথুরাপুর ও রায়দিঘির জনসভা থেকে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। 'আপনি মন্দিরে থাকুন, পুজো করব', জনসভা থেকে এমন নিশানাও করেন মমতা।

Advertisement
মোদীকে সরাসরি নিশানা মমতার মোদীকে সরাসরি নিশানা মমতার

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় তিন তিনটি সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মথুরাপুর ও রায়দিঘিতে জনসভা করেন মমতা। এরপর জয়নগর। মথুরাপুর ও রায়দিঘির জনসভা থেকে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। 'আপনি মন্দিরে থাকুন, পুজো করব', জনসভা থেকে এমন নিশানাও করেন মমতা।

এদিন রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জনসভা করেন মমতা। বিজেপিকে নিশানা করে তৃণমূলনেত্রী  বলেন, ‘‘মোদীর গ্যারান্টি ফোর টোয়েন্টি। দেশটাকে, জাতিটাকে, সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে। যত শীঘ্র বিজেপি সরকারকে সরানো যায়, ততই মঙ্গল। মেয়েরা পর্যন্ত মাথায় করে মাটি তোলে। তাদের ১০০ দিনের কাজের টাকা দেয়নি। আমরা দিয়েছি। যে পাকা বাড়ির ছবি দেখাচ্ছে তা-ও মিথ্যা। মিথ্যাবাদীর দল। ১১ লক্ষ পাকা বাড়ি আমরা বানিয়ে দেব।’’

এদিনও মোদীকে নিশানা করেন মমতা। মমতা বলেন, ‘‘বিজেপি যেটা বলে করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলছে। সকাল থেকে প্রচারবাবুর ছবি। বলছেন, জগন্নাথদেবও ওঁর ভক্ত ছিল। হেরে যাবেন বলে হারাতঙ্ক রোগে ভুগছেন। তাই আবোল-তাবোল বকছেন।’’ এরপরেই মোদীর 'পরমাত্মা আমাকে পাঠিয়েছেন' মন্তব্য নিয়ে নিশানা করেন মমতা। মমতা বলেন, ‘‘মোদী বলছেন আমার বাবা-মা ছিল না। ইশ্বর নাকি তাঁকে তৈরি করেছেন। জগন্নাথ দেবও নাকি ওঁর ভক্ত। বলে দিচ্ছে তা হলে আপনার মন্দির তৈরি করে দেবে। তুলসি, ধূপ দিচ্ছি। খাও-দাও বসে থাক। দেশটাকে বিক্রি করতে হবে না।’’

আরও পড়ুন

প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বলছে আমার বাবা-মা ছিল না ৷ তিনি নাকি বায়োলজিক্যাল সন্তান নন ৷ ঈশ্বর নাকি তাঁকে তৈরি করেছেন ! জগন্নাথ দেবও নাকি ওর ভক্ত ! তা হলে আপনার মন্দির তৈরি করে দেবে। সেখানে তোমার একটা ছবি রাখব ৷ পুরোহিত রেখে দেব ৷ তুলসী, ধূপ দেব ৷ রোজ ধোকলা, খিচুড়ি প্রসাদ দেব ৷ খাও-দাও আর সেখানেই বসে থাকো ৷ দেশটাকে বিক্রি করতে হবে না ।"

Advertisement

প্রসঙ্গত, সদ্য এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী পরমাত্মা নিয়ে একটি মন্তব্য করেছেন। এরপর  একের রএক তৃণমূলের সভা থেকে মোদীকে নিশানা করছেন মমতা। এর আগে, মোদী বলেছিলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।” 

Advertisement