মমতা বন্দ্যোপাধ্যায়েরও লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে! হ্যাঁ, বৃহস্পতিবার নিজেই একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'। এই প্রকল্প 'বন্ধ করে দেবে বিজেপি', এমন দাবি ঘিরে বিজেপিকে প্রায় রোজদিনই নিশানা করছেন মমতা। লোকসভা নির্বাচনের প্রায় প্রতিটি সভাতেই এই প্রকল্প নিয়ে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার মমতা জানালেন, তাঁরও লক্ষ্মীর ভাণ্ডার আছে। কেন? সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
মমতার 'লক্ষ্মীর ভাণ্ডার'
বৃহস্পতিবার এগরায় তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা করেন মমতা। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নিয়ে কথা বলেন তৃণমূলনেত্রী। বলেন, ' আমারও লক্ষ্মীর ভাণ্ডার আছে। আপনারা বিশ্বাস করবেন? আমার নিজের একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে। আমি ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দিই। কেন ফেলি , যখন প্রয়োজন পড়বে, তখন ওই টাকাটা কাজে লাগবে।'
রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল 'লক্ষ্মীর ভাণ্ডার'। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এই প্রকল্পের দৌলতে ভোটব্যাঙ্কে সাফল্যের মুখ দেখেছে জোড়াফুল শিবির। এই মুহূর্তে এই প্রকল্পে ১ হাজার টাকা করে পান মহিলারা।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল কোচবিহারের এক সভা থেকে বিজেপির এক মহিলা মোর্চা নেত্রীকে বলতে শোনা যায়, 'আগামী ৩ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।'রায়গঞ্জের সভায় মমতা বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক। সাহস কতো দেখি!'
মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি প্রার্থীর হয়ে সভায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'মমতাদি বলছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি বলে যাচ্ছি, বিজেপি কোনও প্রকল্পই বন্ধ করবে না।' এরপরই রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্প নিয়ে বিশেষ বার্তাও দেন মোদীর 'সেনাপতি'। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে শাহ এ-ও বলেন, 'আমরা ১০০ টাকা বেশি করে দেব দিদিদের।' এই প্রকল্প বন্ধ হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী 'মিথ্যা কথা বলছেন' বলেও মন্তব্য করেছেন শাহ।
অন্য দিকে, জুন মালিয়া সম্পর্কে এদিন মমতা বলেন, 'জুন মালিয়া আমার খুব ফেভারিট অভিনেত্রী।প্রিয় বিধায়ক। ওকে ছাড়তে আমার কষ্ট হয়েছিল। ও ভাল সময় দিচ্ছিল এখানে (বিধানসভা)।' মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে নাম না করে নিশানা করেছেন মমতা। বলেছেন, 'বিজেপির যিনি দাঁড়িয়েছেন, মহিলাদের সম্পর্কে খারাপ কথা বলতে নেই., এই যে কিছু বললাম না, না বলার মাধ্যমে বুঝে নেবেন আগামী দিন ভাল রাখতে গেলে জুনকে বেছে নিন। অন্য কাউকে নয়।'