scorecardresearch
 

Suvendu Adhikari: টার্গেট ডায়মন্ড হারবার, 'হিমশৈলের চূড়ামাত্র,' ভোটার লিস্টে কারচুপির নালিশ নিয়ে কমিশনে শুভেন্দু

Lok Sabha Elections 2024: ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুলে আজ অর্থাত্‍ শুক্রবার নির্বাচন কমিশনে নালিশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, বিডিও-দের নেতৃত্বে ভোটার তালিকা থেকে কারচুপি করে নাম বাদ দেওয়া হচ্ছে।

Advertisement
Suvendu Adhikari and Abhishek Banerjee Suvendu Adhikari and Abhishek Banerjee

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার কেন্দ্রটি ততই হাইভোল্টেজ হয়ে উঠছে। ২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রেই জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুলে আজ অর্থাত্‍ শুক্রবার নির্বাচন কমিশনে নালিশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, বিডিও-দের নেতৃত্বে ভোটার তালিকা থেকে কারচুপি করে নাম বাদ দেওয়া হচ্ছে।

ডায়মন্ড হারবার কেন্দ্র: নির্বাচন কমিশনে শুভেন্দু

আজ বিজেপি নেতা শিশির বাজোরিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে যান শুভেন্দু। সাংবাদিক সম্মেলনে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে শুভেন্দুর বক্তব্য, 'আমাদের সঙ্গে ৭ জন এই ধরনের জেনুইন ভোটার। কেউ ৩০ বছরের ভোটার, কেউ ২৫ বছরের ভোটার, কেউ মিনিমাম ২০ বছরের ভোটার, তাদের নাম কী ভাবে ভোটার তালিকা বাদ দেওয়া হয়েছে? এটা হিমশৈলের একটা চূড়া মাত্র। এই ধরনের চোর বিডিওগুলো পঞ্চায়েতে চুরি করেছে, কিংবা ভুয়ো ভাবে পিএসসি-র মাধ্যমে নিয়োগ হয়েছে। তার অধিকাংশ বিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত। এবং খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি, অনেক এসডিও, কেউ কেউ রুখেছেন, কিন্তু অনেকেই এই অপকর্মে সামিল হয়েছেন। এই অপকর্মে মদত দিয়েছে একাধিক জেলাশাসক। স্বাভাবিক ভাবে এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে  যে ধরনের কারচুপি, বিডিওদের নেতৃত্বে, ঠিকাদার কর্মচারিদের একাংশ এবং আইপ্যাকের লোকেদের যোগসাজশে সংগঠিত ভাবে চুরি করা হচ্ছে, এটা ভূভারতে কোনও দিন কোথাও হয়নি।'

ডায়মন্ড হারবারে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

বস্তুত, ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ কিছুদিন আগেই তুলেছিলেন শুভেন্দু। তিনি দাবি করেছিলেন, ডায়মন্ড হারবারে ভোটার তালিকায় কারচুপি হয়েছে। ডায়মন্ড হারবারে ১৮ থেকে ২০ হাজার বিজেপি কর্মীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা বলেন, ‘বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে যারা সক্রিয় কর্মী তাঁদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। বাড়ি থেকে পনেরো কিমি দূরে নাম তোলা হয়েছে। আমরা এটা ছাড়ব না। এসব চলবে না। ফলতার বিডিওকে বলে রাখলাম, দরজা পরিষ্কার করে রাখুন আপনার কাছে যাচ্ছি, যে কোনও দিন। ভাইপোকে ওখানে হারাবো। বিজেপি জিতবে। ভাইপো থার্ড হবে।’

Advertisement


Advertisement